AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘আমি চাইলেও বাবা হতে পারব না’, কেন বলেন সলমন খান?

সলমন যদিও বিয়ে করেননি। একা পুরুষ, তাই আইনি বাধার কারণে সন্তান নেওয়া তাঁর জন্য কঠিন। তবে সলমন এই প্রসঙ্গে করণ জোহরের উদাহরণ টেনে বলেন...

'আমি চাইলেও বাবা হতে পারব না', কেন বলেন সলমন খান?
| Edited By: | Updated on: Jun 26, 2025 | 4:55 PM
Share

বয়স ছুঁয়েছে ৬০, কিন্তু এখনও বিয়ে করেননি সলমন খান। তবে তাঁর বাবা হওয়ার ইচ্ছা কখনোই কমেনি। একবার তিনি এই প্রসঙ্গে বলেছিলেন, “বাবা হওয়ার পরিকল্পনা তো আমার ছিল। তবে সেটা স্ত্রীর পরিকল্পনাও নয়, বরং সন্তানের পরিকল্পনা ছিল আমার।” তবে তিনি জানিয়ে দিয়েছেন যে আইনি বাধার কারণে তিনি সন্তান গ্রহণ করতে পারছেন না। সলমন বলেন, “ভারতীয় আইনের কারণে আমি চাইলেও বাবা হতে পারব না।”

সলমন যদিও বিয়ে করেননি। একা পুরুষ, তাই আইনি বাধার কারণে সন্তান নেওয়া তাঁর জন্য কঠিন। তবে সলমন এই প্রসঙ্গে করণ জোহরের উদাহরণ টেনে বলেছিলেন, “আমি চেষ্টা করিনি এমনটা নয়। তবে করণের ক্ষেত্রে সেই আইন এখন বোধহয় পরিবর্তিত হয়েছে।” করণ জোহর যেমন সারোগেসির মাধ্যমে সন্তান পেয়েছেন, সলমন মনে করেন সেই আইন এখন হয়তো বদলেছে।

সলমন আরও জানিয়েছিলেন, “আমি বাচ্চা খুব ভালোবাসি, তবে বাচ্চা এলে মা-ও চলে আসবে। আমাদের বাড়িতে তো মায়ের অভাব নেই।” জীবনে একাধিক বার প্রেম এসেছে সলমন খানের জীবনে। সঙ্গীতা বিজলানির সঙ্গে তাঁর বিয়ে প্রায় ঠিক ছিল। বাড়ি বাড়ি পৌঁছে গিয়েছিল বিয়ের কার্ডও। তবে বিয়ের ঠিক মাস খানেক আগে সেই বিয়ে ভেঙে দেন সলমন খান। এরপর কখনও ঐশ্বর্য রাই বচ্চন আবার কখনও বা ক্যাটরিনা কাইফ– তাঁর প্রেমিকার সংখ্যার শেষ নেই। তবে শেষমেশ কোনও সম্পর্কই পরিণতি পায়নি। এই মুহূর্তে সিঙ্গলই রয়েছেন তিনি। বিয়েরও পরিকল্পনা নেই বলেই দাবি তাঁর।