AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বাদশার পাল্টা জবাব, অমিতাভকে প্রকাশ্যে অপমান করলেন শাহরুখ?

Shahrukh-Amitabh: শাহরুখ খান এই বিষয় বরাবরই পারদর্শী। দাপটের সঙ্গে তিনি সকলের মনে জায়গা করে নিয়ে থাকেন শুধু মাত্র তাঁর উপস্থিত বুদ্ধি প্রয়োগ করে উত্তর দেওয়ার সুবাদে। যে কোপ থেকে নিস্তার পাননি খোদ অমিতাভ বচ্চনও।

বাদশার পাল্টা জবাব, অমিতাভকে প্রকাশ্যে অপমান করলেন শাহরুখ?
| Updated on: Nov 02, 2024 | 5:51 PM
Share

শাহরুখ খান ও অমিতাভ বচ্চন। একে অন্যের সঙ্গে বহুবার পর্দায় জায়গা করে নিয়েছেন। বাবা ছেলে, কখনও আবার গুরুকূল। যতবার পর্দায় তাঁরা একসঙ্গে এসেছেন, ছবি ততবার হিট। বাস্তবেও তাঁদের সম্পর্ক বেশ ভাল। খান পরিবার ও বচ্চন পরিবারের মধ্যে যোগাযোগ নিত্য। পারিবারিক অনুষ্ঠানে একে অন্যের পাশে থাকতে দেখা যায় তাঁদের। তবে কথার মারপ্যাঁচে কেউ কাউকে একচুল জমি ছাড়তে নারাজ। আর শাহরুখ খান এই বিষয় বরাবরই পারদর্শী। দাপটের সঙ্গে তিনি সকলের মনে জায়গা করে নিয়ে থাকেন শুধু মাত্র তাঁর উপস্থিত বুদ্ধি প্রয়োগ করে উত্তর দেওয়ার সুবাদে। যে কোপ থেকে নিস্তার পাননি খোদ অমিতাভ বচ্চনও।

একবার কফি উইথ করণ শোয়ে একসঙ্গে উপস্থিত হতে দেখা গিয়েছিল শাহরুখ খান ও অমিতাভ বচ্চনকে। তখনই করণ জানতে চান অমিতাভের কাছে, আপনার এমন কি আছে, যা শাহরুখের কাছে নেই? উত্তরে অমিতাভ বচ্চন গর্ব করে বলেছিলেন আমার উচ্চতা। এরপরই শাহরুখের কাছে আসেন করণ। তিনি একই প্রশ্ন শাহরুখকে করেন, আপনার কাছে এমন কী আছে যা অমিতাভের কাছে নেই? উত্তরে খানিক ভেবে শাহরুখ বলেন, লম্বা স্ত্রী। অর্থাৎ জয়া বচ্চনের থেকে গৌরী খান লম্বা, সেই সূত্র টেনেই মজা করে এই উত্তর দিয়েছিলেন তিনি বটে, তবে লজ্জায় মুখ লুকিয়ে নিয়েছিলেন অমিতাভ বচ্চন।

শাহরুখ খান স্পষ্ট উত্তর দিলেও কোথাও গিয়ে যেন শাহরুখ জয়া বচ্চনকে ছোট করতে চাননি। উচ্চতা নিয়ে তাঁকে খোঁটা দেওয়া হলে তিনি তা সহ্য করতে না পেরেই পাল্টা এই উত্তর দিয়েছিলেন। নয়তো তাঁর সঙ্গে অমিতাভ-জয়ার সম্পর্ক মা-বাবার মতই। যা একাধিকবার প্রকাশ্যে বলে থাকেন কিং খান।