জন্মদিন উপলক্ষে কোথায় ছুটি কাটাতে চললেন কৌশানী মুখোপাধ্যায়?
নায়িকা কৌশানী মুখোপাধ্যায় জন্মদিন স্পেশাল হবে, সেটাই স্বাভাবিক। দিনে একপ্রস্থ খাওয়া দাওয়ার পর রাতে জমিয়ে পার্টি। এবার বিদেশে জন্মদিন উপলক্ষে ছুটি কাটাতে চললেন নায়িকা।

সময় দারুণ যাচ্ছে অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়ের। একের পর এক সুপারহিট ছবি, ‘বহুরূপী’ দিয়ে যে যাত্রা শুরু হয়েছিল, এখনও ‘কিলবিল সোসাইটি’ দিয়ে বক্স অফিসে রাজ করছেন নায়িকা। হিট গান সঙ্গে দারুণ অভিনয়, কৌশানীকে প্রথম সারির নায়িকাদের তালিকাভুক্ত করেছে। একদিকে যেমন তাঁর ‘ডাকাতিয়া বাঁশি’ সব রেকর্ড ভেঙে ফেলছে , তেমনই ‘কিলবিল সোসাইটি’র নতুন গানে মন ভুলছে মানুষের। সেই নায়িকার জন্মদিন স্পেশাল হবে, সেটাই স্বাভাবিক। দিনে একপ্রস্থ খাওয়া দাওয়ার পর রাতে জমিয়ে পার্টি। সেই পার্টিতে সকলেই তাল মেলাচ্ছেন ‘ডাকাতিয়া বাঁশি’ গানে। তবে এখানেই শেষ নয়, এবার বার্থডে ট্রিপে যাচ্ছেন নায়িকা। নায়িকার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ” জন্মদিনের এক সপ্তাহ আগে থেকেই জন্মদিন পালন শুরু হয়েছে। জন্মদিনে কোন ডায়েট নয়, রাতে পার্টির পর এবার বেড়াতে যাব। এবারের ডেস্টিনেশন ব্যাংকক, ইন্দোনেশিয়া। ”

অভিনেত্রী যে দারুণ নিজের এই মুহূর্ত উপভোগ করছেন বলাই যায়। অভিনেত্রীর জন্মদিন পালন করার জন্য বেশ কিছু দিন আগে থেকে পরিকল্পনা শুরু করেছিলেন কৌশানীর বিশেষ বন্ধু বনি সেনগুপ্ত। তাঁর কথায়, “প্ল্যান মাফিক রাতে জমিয়ে জন্মদিনের পার্টি হয়েছে। তবে প্রধান পার্ট হচ্ছে আমরা কয়েকজন বন্ধুদের নিয়ে আগামী সোমবার ছুটি কাটাতে যাচ্ছি। ম্যাডামের বার্থডে ট্রিপ। প্রথমে বালি, তারপর ব্যাংকক যাব “। আপাতত ‘জি বাংলা’র ‘ডান্স বাংলা ডান্স’-এর বিচারকের আসনে রয়েছেন অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়। সেই শ্যুটিং শেষ করছেন। তার পাশাপাশি চলছে আগামী ছবি নিয়ে পরিকল্পনা। অন্যদিকে বনি সেনগুপ্ত নিজের আগামী ছবির ডাবিং শেষে তৈরি হচ্ছেন ছুটি কাটানোর জন্য।
