বলিউডে এসেই সফল রশ্মিকা মন্দানা; কার পরামর্শে নিজেকে তৈরি করেছেন অভিনেত্রী?
Rashmika Mandanna: তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে অভিনয় করার সময় তাঁর সঙ্গে বিশেষ বন্ধুত্ব জমে উঠেছিল রশ্মিকার। একটি ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করেছিলেন রশ্মিকা। পর্দায় তাঁদের রসায়ন ছিল চোখে পড়ার মতো। তাঁদের একসঙ্গে দেখতে ভালবাসেন দর্শকও। ভাল বন্ধুত্ব গড়ে ওঠে তাঁদের মধ্যে।
দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী রশ্মিকা মন্দানা।। দক্ষিণ ভারতে নিজের জায়গা তৈরি করার পর বলিউডে নিজের চলার মাটি শক্ত করেছেন এই তারকা। বলিউডে পা রেখেই অমিতাভ বচ্চনের মেয়ের চরিত্রে অভিনয় করে ফেলেছেন ‘গুড নিউজ়’ ছবিতে। তারপর সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে ‘মিশন মঞ্জু’ ছবিতেও তাঁকে দেখা যায়। সম্প্রতি মুক্তি পেয়েছে দক্ষিণ ভারতীয় পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার ছবি ‘অ্যানিম্যাল’। সেই ছবিতে রণবীর কাপুরের স্ত্রী গীতাঞ্জলির চরিত্রে অভিনয় করে লাইমলাইট কেড়ে নিয়েছেন রশ্মিকা। কিন্তু জানেন কি, ছবি বাছাই করতে তাঁকে সবসময় কে সাহায্য করেন?
তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে অভিনয় করার সময় তাঁর সঙ্গে বিশেষ বন্ধুত্ব জমে উঠেছিল অভিনেতা বিজয় দেবেরাকোন্ডার। ‘ডিয়ার কমরেড’ নামের একটি ছবিতে বিজয়ের বিপরীতে অভিনয় করেছিলেন রশ্মিকা। পর্দায় তাঁদের রসায়ন ছিল চোখে পড়ার মতো। তাঁদের একসঙ্গে দেখতে ভালবাসেন দর্শকও। ভাল বন্ধুত্ব গড়ে ওঠে তাঁদের মধ্যে। তাঁরা লিভ টুগেদার সম্পর্কে রয়েছেন, এ কথা সম্প্রতি একটি সাক্ষাৎকার পর্বে জানিয়ে দিয়েছেন রণবীর কাপুর।
কেবল ভাল বন্ধু নন, জীবনসঙ্গী নন, বিজয় রশ্মিকার পথপ্রদর্শকও। প্রেমিকাকে অনেকরকম পরামর্শ দেন বিজয়। এবং প্রেমিকের পরামর্শ মেনেই এখনও পর্যন্ত সফল হয়েছেন রশ্মিকা।