‘কনে বউ’ এর ‘কলি’ এবার ‘মিঠাই’ লুকে

আসছে জি বাংলার নতুন ধারাবাহিক ‘মিঠাই’। কে এই মিঠাই? জেনে নিন নায়িকার আসল পরিচয়

'কনে বউ' এর 'কলি' এবার 'মিঠাই' লুকে
'কনে বউ' লুকে সৌমিতৃষা
Follow Us:
| Edited By: | Updated on: Apr 17, 2023 | 3:59 PM

আসছে জি বাংলার নতুন ধারাবাহিক ‘মিঠাই’।এতদিনে তার টিজারও দেখে ফেলেছেন সবাই। মিঠাই নামটা যেমন মিষ্টি ,তার ব্যবহারও যে ঠিক ততটাই মিঠে।তা তো এই প্রোমোতেই স্পষ্ট। ময়রার বাড়িতে মিষ্টি বিক্রি করতে এসে তাঁর মিষ্টি ব্যবহার মন কাড়ে পরিবারের সবার। কিন্তু এখন প্রশ্ন হল কে এই মিঠাই? নায়িকার আসল পরিচয় কী?

 মিঠাই চরিত্রে দর্শকরা দেখতে চলেছেন সৌমিতৃষা কুন্ডুকে।সৌমিতৃষা বারাসাতের মেয়ে। জন্ম, বড় হয়ে ওঠা বারাসাতেই। বারাসাত গার্ল’স হাই স্কুলের ছাত্রী ছিলেন সৌমি।তারপর সেন্ট পলস’ কলেজে ইংরেজি অনার্স নিয়ে ভর্তি হন।ছোট থেকে নাচের প্রতি ভীষণ প্যাশনেট তিনি। ছেলেবেলা থেকেই ইচ্ছে ছিল ডান্সার হবার। সেই স্বপ্ন চোখে নিয়েই কলকাতায় আসা। এসে যায় প্রথম কাজের সুযোগও। একটি স্কিন কেয়ার ব্র্যান্ডয়ের হয়ে মডেলিং করতেন সৌমি। সেখান থেকেই আসে প্রথম টেলিভিশনে কাজের সুযোগ। কিন্তু এই কাজের চাপে ফার্স্ট ইয়ারের পর আর কলেজে পড়াশোনা চালানো সম্ভব হয়নি। বর্তমানে প্রাইভেটে ইংরেজি অনার্স নিয়ে থার্ড ইয়ারে পড়ছেন সৌমি। সৌমিতৃষা জানালেন শিল্পী হয়ে ওঠাই ছিল তাঁর বরাবরের স্বপ্ন। অভিনয় যে কবে তাঁর ধ্যান জ্ঞান হয়ে উঠল তা সে নিজেই বুঝে উঠতে পারেননি।

আরও পড়ুনঃ আসছে নতুন অতিথি, বেবি বাম্পের ছবি শেয়ার করলেন করিনা

ধারাবাহিক ‘গুরুদক্ষিণা’তে খলনায়িকার চরিত্রে তাঁর অভিনয় বেশ নজর কাড়ে দর্শকদের। এরপর ‘গোপাল ভাঁড়’, ‘জয় কালী কলকাত্তাওয়ালী’, ‘লৌকিক অলৌলিক’ এর মত বহু ধারাবাহিকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেন সৌমি। কিছুদিন আগে ‘কনে বউ’ ধারাবাহিকে ‘কলি’ চরিত্রে তাঁর অভিনয় প্রচুর ভালবাসা পেয়েছে দর্শকদের । আর কিছুদিনের মধ্যে এবার ‘মিঠাই’ হয়ে সবার সামনে আসতে চলেছেন অভিনেত্রী। ‘ভারতলক্ষ্মী’ স্টুডিওয়ে  চলছে শ্যুটিং।