AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

কে ছিলেন অনুপমের হবু স্ত্রী প্রশ্মিতার প্রথম স্বামী? চিনুন তাঁকে 

Anupam Roy Marriage: কলকাতাতেই জন্ম প্রশ্মিতার। স্কুল, কলেজও এখানেই। লরেটো কলেজে পড়তেন তিনি। কম্পিউটার সায়েন্স নিয়ে করেছিলেন মাস্টার্স। একাধিক হিট গান দিয়েছেন তিনি বাংলা সঙ্গীত জগৎকে।

কে ছিলেন অনুপমের হবু স্ত্রী প্রশ্মিতার প্রথম স্বামী? চিনুন তাঁকে 
কে ছিলেন প্রথম স্বামী?
| Edited By: | Updated on: Feb 26, 2024 | 3:58 PM
Share

গায়িকা প্রশ্মিতা পালকে বিয়ে করছেন অনুপম রায়, এই খবর এতক্ষণে অনেকেই জেনে গিয়েছেন। আগামী ২ মার্চ পরিবার-প্রিয়জনদের সঙ্গে নিয়ে সম্পন্ন হতে চলেছে বিয়ে। দীর্ঘদিন ধরেই সঙ্গীত জগতের মানুষ প্রশ্মিতা। যদিও লাইমলাইট থেকে নিজেকে খানিক দূরেই সরিয়ে রাখেন তিনি। জানেন কি, এটি তাঁর দ্বিতীয় বিয়ে। কে ছিলেন তাঁর প্রথম স্বামী? জেনে নিন বিস্তারিত।

কলকাতাতেই জন্ম প্রশ্মিতার। স্কুল, কলেজও এখানেই। লরেটো কলেজে পড়তেন তিনি। কম্পিউটার সায়েন্স নিয়ে করেছিলেন মাস্টার্স। একাধিক হিট গান দিয়েছেন তিনি বাংলা সঙ্গীত জগৎকে। এর মধ্যে রাজ চক্রবর্তীর পরিচালনায় ‘বোঝে না সে বোঝে না’ ছবির ‘সজনা’ থেকে শুরু করে ‘হাইওয়ে’ ছবিতে অনুপমের সুর করা ‘তোমায় নিয়ে গল্প হোক’-এর কথা তো সকলেরই জানা। এই গুণী মেয়ের ব্যক্তিগত জীবন নিয়ে মানুষের কৌতূহলও নেহাত কম নয়। অনুপমের সঙ্গে এটি তাঁর দ্বিতীয় বিয়ে। নাম প্রকাশে অনিছুক প্রশ্মিতার দীর্ঘদিনের পরিচিত বন্ধু টিভিনাইন বাংলাকে জানিয়েছেন, শৌনক নামক এক ব্যক্তির সঙ্গে বিয়ে হয়েছিল প্রশ্মিতার। তিনি পেশায় ছিলেন চিকিৎসক। তবে সেই বিয়ে ভেঙে যায় চার-পাঁচ মাসের মধ্যেই। নেপথ্যে নাকি তাঁর প্রাক্তন স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্ক। তবে সে সব অতীত।

টিভিনাইন বাংলার কাছে অনুপমের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন প্রশ্মিতা। তিনি বলেন, “আসলে একই পেশা হওয়ার কারণে বহুদিন ধরেই আমি চিনি অনুপমকে। সম্পর্ক কবে থেকে তা যদি জানতে চান, তবে বলা ভাল, এই এক বছর। তবে এটা নিয়ে আলোচনা হোক চাইনি।” না, প্রেম প্রস্তাব কেউই কাউকে দেননি। বরং, না বলতেই যেন হয়ে গিয়েছে সবটা। এবার শুধু আর কয়েক দিনের অপেক্ষা, এর পরেই এক হবে চার হাত।