পাটায়ার সমুদ্র সৈকতে কাকে হৃদয় এঁকে ভালবাসার কথা জানালেন দিব্যজ্যোতি?
Dibyojyoti Dutta: আগের বার কেবল ব্যাংকক শহর ঘুরে চলে এসেছিলেন দিব্যজ্যোতি। কিন্তু এবার তাঁর গন্তব্য ছিল পাটায়ার সমুদ্র সৈকত। সেই সমুদ্র সৈকতে গিয়ে প্রেম প্রস্তাব দিয়ে ফেললেন দিব্যজ্যোতি। কাকে ভালবাসার কথা জানালেন অভিনেতা?
বছর খানেক আগে থাইল্যান্ডে বেড়াতে গিয়েছিলেন ছোট পর্দার অভিনেতা দিব্যজ্যোতি দত্ত। সেখানে গিয়ে একটি বল পাইথনের সঙ্গে ছবি পোস্ট করে খুবই চর্চিত হয়েছিলেন তিনি। গত সপ্তাহে ফের থাইল্যান্ডে বেড়াতে গিয়েছেন। আগের বার কেবল ব্যাংকক শহর ঘুরে চলে এসেছিলেন দিব্যজ্যোতি। কিন্তু এবার তাঁর গন্তব্য ছিল পাটায়ার সমুদ্র সৈকত। সেই সমুদ্র সৈকতে গিয়ে প্রেম প্রস্তাব দিয়ে ফেললেন দিব্যজ্যোতি। কাকে ভালবাসার কথা জানালেন অভিনেতা?
পাটায়ায় গিয়েও সাপের সঙ্গে খেলা করেছেন দিব্যজ্যোতি দত্ত। সিদ্ধান্ত নিয়েছেন বাড়িতেও সাপ পুষবেন তিনি। কিন্তু মায়ের অনুমতি মিলছে না। তা নিয়ে টিভি নাইন বাংলা ডিজিটালের কাছে আগেই দুঃখপ্রকাশ করে ফেলেছেন অভিনেতা। তবে রাতের বেলায় সমুদ্র সৈকত থেকে ভালবাসার কথা লিখলেন দিব্যজ্যোতি। নিশ্চয়ই মনে হচ্ছে কোনও এক মহিলাকে প্রেম প্রস্তাব দিয়েছেন অভিনেতা। সেটা কিন্তু একেবারেই নয়।
‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকে ডঃ সূর্য সেনগুপ্তর চরিত্রে অভিনয় করছেন দিব্যজ্যোতি। দেখা যাচ্ছে, সূর্যের স্মৃতি হারিয়ে গিয়েছে। পাটায়ায় সমুদ্র সৈকতে বালির উপর হৃদয় এঁকেছেন দিব্যজ্যোতি। তার মধ্যে লিখেছেন ‘অনুরাগের ছোঁয়া’। এর অর্থ একটাই— ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিককেই পাটায়ার সি বিচ থেকে ভালবাসা জানিয়েছেন দিব্যজ্যোতি।
এখানে একটা কথা বলতেই হবে। আপাতত কোনও সম্পর্কে জড়িয়ে নেই দিব্যজ্যোতি। তিনি আপাতত সিঙ্গল। পরিবারকে নিয়েই মেতে রয়েছেন অভিনেতা। শরীরের যত্ন নিচ্ছেন নিয়মিত। চলছে তাঁর পুষ্টি নিয়ে পড়াশোনাও। আপাতত কাজ, পরিবার এবং নিজস্ব পড়াশোনা নিয়ে থাকতে চান অভিনেতা। প্রেম করার কোনও অবকাশে নেই তাঁর।