Exclusive: বিয়েতে এত দেরি কেন? কোথায় সমস্যা! খোলসা করলেন বনি-কৌশানী
Tollywood Gossip: সিনেমার বাইরেও এই জুটিকে নিয়ে 'হাঙ্গামা' চলতেই থাকে। তাঁদের নতুন ছবি 'হাঙ্গামা.কম' অংশ প্রচারে আসতেই দুজনের কাছে TV9 বাংলার প্রশ্ন-- কবে হচ্ছে তাঁদের বিয়ে?

সিনেমায় হোক বা বাস্তব জীবনে বনি সেনগুপ্ত-কৌশানী মুখোপাধ্যায়ের জুটি দর্শকদের কাছে সবসময়ই চর্চিত। সিনেমার বাইরেও এই জুটিকে নিয়ে ‘হাঙ্গামা’ চলতেই থাকে। তাঁদের নতুন ছবি ‘হাঙ্গামা.কম’ অংশ প্রচারে আসতেই দুজনের কাছে TV9 বাংলার প্রশ্ন– কবে হচ্ছে তাঁদের বিয়ে? এই প্রশ্নের উত্তরে কৌশানী বললেন, ‘বিয়ে যখন হবে সবাই জানতে পারবে। আমরা সবসময়ই বলি আমাদের সম্পর্ক নিয়ে আমরা সব সবসময়ই খুব সৎ। আমাদের পরিবার থেকে সাধারণ মানুষ, সবাই আমাদের সম্পর্কের কথা জানে, আমরা একসঙ্গে বেড়াতে যাই, সুন্দর মুহূর্ত কাটাই, একে অপরের জীবনের ওঠানামায় থাকি। তাই বিয়েটা যখন হবে সঠিক সময়ে হবে।’
কৌশানীর কথা শেষ হতে না হতেই বনি বললেন, ‘আমি একটা কথা বলতে চাই। আমাদের বিয়ে তো হঠাৎ করে করলে হবে না, আমাদের একটা স্বপ্ন আছে, একটা গ্র্যাঞ্জার আছে, তার জন্য একটা প্ল্যানিং দরকার, একটা বছর বসে সবকিছু সাজাতে হবে, আর এখন কৌশানীর পর পর কাজ চলছে, আমারও কাজ হচ্ছে, সেই সময়টাই এখন নেই, তাছাড়া বিয়ে করলেই তো হবে না, ভবিষ্যৎ সুনিশ্চিত করতে হবে, যাতে আমরা ভাল থাকি, আপাতত আমরা কাজ নিয়েই থাকছি । সময় মত প্ল্যান করে তবে বিয়ে করব। আমি চাই আমাদের বিয়েটা মনে রাখার মত হবে। ”
প্রসঙ্গত, কৌশানীর কেরিয়ার এই সময় তুঙ্গে। ‘আবার প্রলয়’-এর পর ‘বহুরূপী’ ব্লকবাস্টার হিট। অন্যদিকে আসছে সৃজিত মুখোপাধ্যায়ের ছবি ‘কিলবিল সোসাইটি’। বনি সেনগুপ্ত নিজের মতো করে বহু প্রজেক্টে কাজ করছেন, সঙ্গে তাঁদের প্রযোজনা সংস্থাকে আরও ঢেলে সাজাচ্ছেন। শুটিং, সাংস্কৃতিক আনুষ্ঠান থেকে ছবির প্রচার নিয়ে ব্যস্ত তাঁরা। তাই বিয়ের প্ল্যানিং জন্য সঠিক সময়ের অপেক্ষায় বনি- কৌশানি জুটি।





