Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

কেন হাতে নীলা এবং পান্না পরেন অতিভাভ, কী এর ব্যাখ্যা?

Amitabh Bachchan: হাতে নীলা পরলে অনেকেরই তা সহ্য হয় না। অমিতাভের মধ্যমা আঙুলেই আছে এক বহুমূল্যবান নীলা। কেন এই পাথর পরেন অমিতাভ? যে পাথর পরে অনেকের জীবন নষ্ট হয়েছে, তা কেনই বা আঙুলে ধারণ করেছেন বলিউডের শেহনশাহ?

কেন হাতে নীলা এবং পান্না পরেন অতিভাভ, কী এর ব্যাখ্যা?
অমিতাভ বচ্চন।
Follow Us:
| Updated on: Jan 17, 2024 | 9:00 PM

২০২৩ সালে ভারতে আয়োজিত হয় একদিনের ক্রিকেট বিশ্বকাপ। বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ময়দানে নেমেছিল ভারত। অন্যান্য দেশবাসীর মতো উচ্ছ্বসিত ছিলেন বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চনও। তিনি একটি পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। সেখানে তিনি বলেছিলেন, ভারতের ফাইনাল খেলা দেখবেন না। তিনি যদি দেখতে বসেন, তা হলে নির্ধারিত ভাবে ভারত সেই ম্যাচ হেরে যাবে। অনেক মানুষের মতোই কিছু কুসংস্কারে বিশ্বাসী অমিতাভ। কেবল তাই নয় তিনি জ্যোতিষেও বিশ্বাস করেন।

অনেকেই হয়তো জানেন না, অমিতাভের ধরনের পাথরের উপর বিশ্বাস আছে। জীবনের অনেক উঠানামার মধ্যে দিয়ে গিয়েছেন তিনি। জ্যোতিষীর পরামর্শ মেনে দুটি পাথর ধারণ করেছেন হাতে। সেই দুটি পাথরের একটি নীলা, অন্যটি পান্না।

সাধারণ মানুষের বিশ্বাস, নীলা সকলের সহ্য হয় না। ভুল গণনায় হাতে নীলা পরলে উলটপালট হয়ে যেতে পারে জীবন। কিন্তু অমিতাভের জন্য নীলা খুবই সৌভাগ্যের। হাতের মধ্যমায় নীলা ধারণ করার পর থেকেই ভাগ্য খুলে গিয়েছে অমিতাভের। জীবনের সমস্ত বাধা-বিপত্তি নাকি কাটিয়ে উঠতে পেরেছেন তিনি। অন্যদিকে জীবনে বুধের প্রভাব বাড়ানোর জন্য হাতের কেড়ে আঙুলে পান্না পরেন অমিতাভ।