Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বরুণ ধাওয়ানের বাবা ডেভিড ধাওয়ানের ঘুম উড়ে গেছে! কেন?

বরুণ ধাওয়ানের বাবা ডেভিড ধাওয়ান আজকাল রাতে একদম ঘুমোতে পারছেন না। ঘুম প্রায় উড়ে গিয়েছে। কিন্তু কী এমন হল তাঁর? পরশু ছেলে বরুণ ধাওয়ানের বিয়ে! খুব কি চিন্তায় তিনি?

বরুণ ধাওয়ানের বাবা ডেভিড ধাওয়ানের ঘুম উড়ে গেছে! কেন?
বরুণ ধাওয়ান-ডেভিড ধাওয়ান
Follow Us:
| Updated on: Jan 22, 2021 | 1:30 PM

বরুণ ধাওয়ানের (Varun Dhawan) বাবা ডেভিড ধাওয়ান আজকাল রাতে একদম ঘুমোতে পারছেন না। ঘুম প্রায় উড়ে গিয়েছে। কিন্তু কী এমন হল তাঁর? পরশু ছেলে বরুণ ধাওয়ানের বিয়ে! খুব কি চিন্তায় তিনি?

ধাওয়ান পরিবারের ঘনিষ্ঠ একজন জানিয়েছেন বিয়ের নেমতন্ন নিয়ে বেশ চিন্তায় আছেন বাবা ডেভিড ধাওয়ান। কাকে ছেড়ে কাকে নেমতন্ন করবেন সেই নিয়ে মহা ফাঁপড়ে পড়েছেন তিনি! অতিমারির কারণে খুব বেশি লোক নেমতন্ন করা যাবে না। আর তাতেই কপালে ভাঁজ পড়েছে ডেভিডের। তিনি নিজে দীর্ঘ ৪৫ বছর ফিল্ম ইন্ডাস্ট্রিতে আছেন। প্রচুর চেনাশুনো। বরুণ নিজে স্টার। ইন্ডাস্ট্রিতে তাঁরও কম দিন হল না। বরুণেরও লম্বা লিস্ট!

নিষ্ঠ সূত্র জানিয়েছেন বন্ধুবান্ধবরা বাবাছেলে দু’জনকেই ফোন করে বলতে শুরু করেছেন এখনও তাঁরা নেমতন্ন পাননি! এতে আরও ফাঁপড়ে পড়েছেন ডেভিড ধাওয়ান। এদিকে হাতে সময় আর একদম নেই। ২৪ জানুয়ারি বরুণনাতাশা আলিবাগে বিয়ে করছেন। ২৬ জানুয়ারি রিসেপশন। এখনও ফাইনাল গেস্ট লিস্ট তৈরি হয়নি! নিষ্ঠ সূত্র জানিয়েছেন ধাওয়ান পরিবার ঠিক করেছেন নেমতন্ন করলে সবাইকেই করবেন, নয়তো কাউকেই করবেন না!

আরও পড়ুন :রণবীরের ‘স্ত্রী’ হবেন পরিণীতি আর ‘বাবা’ হবেন অনিল কাপুর

২৪ জানুয়ারি বিয়েতে বরুণ এবং নাতাশার বাড়ির লোক মিলিয়ে ৪০ জন উপস্থিত থাকবেন। খুবই ঘরোয়া ভাবে বিয়ে সারবেন বরুণ। পরের দিন মুম্বইতে সবাই ফিরেও আসবেন। ২৬ জানুয়ারি গ্র্যান্ড রিসেপশন মুম্বইতেই।

আপাতত সঙ্গীতের আয়োজন নিয়ে মেতেছেন ধাওয়ান পরিবার। শোনা যাচ্ছে অর্জুন কাপুর, জাহ্নবী কাপুর, আলিয়া ভাট সকলেই পারর্ফম করবেন বন্ধু বরুণের সঙ্গীতে