AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

৫ বছরের ছোট এই নায়কের নামেই সিঁথিতে সিঁদুর পরেন রেখা?

শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। ছবি জমিন আকাশ-এ একসঙ্গে কাজ করা। সাল ১৯৮৪, তবে থেকেই শোনা যায় তাঁদের মধ্যে নাকি বাড়ছে ঘনিষ্ট সম্পর্ক। এরপরই রেখাকে সিঁদুর পরতে দেখা যায়। যা নিয়ে বিভিন্ন মহলে ওঠে প্রশ্ন।

৫ বছরের ছোট এই নায়কের নামেই সিঁথিতে সিঁদুর পরেন রেখা?
| Edited By: | Updated on: Jun 02, 2025 | 2:07 PM
Share

অমিতাভ বচ্চন ও রেখা। বলিউডের অন্যতম জুটি। যাঁদের নিয়ে নিত্য চর্চা থাকে তুঙ্গে। কেরিয়ারের শুরু থেকেই অমিতাভ ও রেখার সম্পর্কের সমীকরণ বেশ মজবুত। তবে একটা সময় তা পরকীয়ার জল্পনা সৃষ্টি করে। কখনও রেখার বিস্ফোরক মন্তব্য তখনও আবার রেখার সিথিতে সিঁদুর। সবটাই ধোঁয়াশা তৈরি করেছিল। তবে জানেন কি এই অভিনেত্রীর সঙ্গে জড়িয়েছিল অভিনেতা সঞ্জয় দত্তরে নাম? শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। ছবি জমিন আকাশ-এ একসঙ্গে কাজ করা। সাল ১৯৮৪, তবে থেকেই শোনা যায় তাঁদের মধ্যে নাকি বাড়ছে ঘনিষ্ট সম্পর্ক। এরপরই রেখাকে সিঁদুর পরতে দেখা যায়। যা নিয়ে বিভিন্ন মহলে ওঠে প্রশ্ন।

বিষয়টা সঞ্জয় দত্তরের মা নার্গিসের কানেও ওঠে। যদিও তিনি বিষয়টাকে মোটেও ভাল চোখে দেখেননি। বরং বারবার কটাক্ষ করেছেন রেখাকে। করেছেন বিদ্রুপ। তবে শোনা যায় রেখাকে নাকি গোপনে বিয়ে করেছিলেন সঞ্জয় দত্ত। রেখার সঙ্গে এই ছবির সেটেই নাকি প্রেম হয় তাঁর। যদিও সবটা নিয়ে দুজনেই ছিলেন চুপ।

তাতেই বাড়ে জল্পনা। ছবি শেষ হতে না হতেই রেখার সিথিতে সিঁদুর যখন খবর সৃষ্টি করে, তখন একপ্রকার চুপ হয়ে যান দুজনেই। রেখাও কোনও নির্দিষ্ট কারণ খোলসা করেন না। যদিও কেউ কেউ মনে করেন, রেখার সঙ্গে অমিতাভের সম্পর্ক, তিনি নাকি অমিতাভের নামেই সিঁদুর পড়েন। তবে রেখা তা নিয়ে খুব একটা রহস্য ভেদ করেননি কোনওদিনই।