বারবার বাবা হতে চেয়েও ব্যর্থ সলমন! কেন সাধপূরণ হল না নায়কের?

বয়স ছুঁয়েছে ৬০, কিন্তু এখনও বিয়ে করেননি সলমন খান। তবে তাঁর বাবা হওয়ার ইচ্ছা কখনোই কমেনি। সম্প্রতি তিনি বলেছেন, "বাবা হওয়ার পরিকল্পনা তো আমার ছিল। তবে সেটা স্ত্রীর পরিকল্পনাও নয়, বরং সন্তানের পরিকল্পনা ছিল আমার।"

বারবার বাবা হতে চেয়েও ব্যর্থ সলমন! কেন সাধপূরণ হল না নায়কের?
সলমন খান।Image Credit source: Getty Image
Follow Us:
| Edited By: | Updated on: Feb 05, 2025 | 1:17 PM

বয়স ছুঁয়েছে ৬০, কিন্তু এখনও বিয়ে করেননি সলমন খান। তবে তাঁর বাবা হওয়ার ইচ্ছা কখনোই কমেনি। সম্প্রতি তিনি বলেছেন, “বাবা হওয়ার পরিকল্পনা তো আমার ছিল। তবে সেটা স্ত্রীর পরিকল্পনাও নয়, বরং সন্তানের পরিকল্পনা ছিল আমার।” তবে তিনি জানিয়ে দিয়েছেন যে আইনি বাধার কারণে তিনি সন্তান গ্রহণ করতে পারছেন না। সলমন বলেন, “ভারতীয় আইনের কারণে আমি চাইলেও বাবা হতে পারব না।”

সলমন যদিও বিয়ে করেননি। একা পুরুষ, তাই আইনি বাধার কারণে সন্তান নেওয়া তাঁর জন্য কঠিন। তবে সলমন এই প্রসঙ্গে করণ জোহরের উদাহরণ টেনে বলেন, “আমি চেষ্টা করিনি এমনটা নয়। তবে করণের সেই আইন এখন বোধহয় পরিবর্তিত হয়েছে।” করণ জোহর যেমন সারোগেসির মাধ্যমে সন্তান পেয়েছেন, সলমন মনে করেন সেই আইন এখন হয়তো বদলেছে।

সলমন আরও জানিয়েছেন, “আমি বাচ্চা খুব ভালোবাসি, তবে বাচ্চা এলে মা-ও চলে আসবে। আমাদের বাড়িতে তো মায়ের অভাব নেই।” জীবনে একাধিক বার প্রেম এসেছে সলমন খানের জীবনে। সঙ্গীতা বিজলানির সঙ্গে তাঁর বিয়ে প্রায় ঠিক ছিল। বাড়ি বাড়ি পৌঁছে গিয়েছিল বিয়ের কার্ডও। তবে বিয়ের ঠিক মাস খানেক আগে সেই বিয়ে ভেঙে দেন সলমন খান। এরপর কখনও ঐশ্বর্যা রাই বচ্চন আবার কখনও বা ক্যাটরিনা কাইফ– তাঁর প্রেমিকার সংখ্যার শেষ নেই। তবে শেষমেশ কোনও সম্পর্কই পরিণতি পায়নি। এই মুহূর্তে সিঙ্গলই রয়েছেন তিনি। বিয়েরও পরিকল্পনা নেই বলেই দাবি তাঁর।