দিব্যজ্যোতি কি লিভ-ইন সম্পর্কে যাবেন? যা বললেন অভিনেতা…

Dibyojyoti Dutta: সুদর্শন হয়েও, এলিজিবল হয়েও কেন প্রেমিকা নেই দিব্যজ্যোতির? আজ পর্যন্ত 'সিঙ্গল' জীবন কাটাচ্ছেন অভিনেতা। প্রেম নিয়ে তাঁর মত কী? লিভ ইন সম্পর্ক নিয়ে কী বলেন অভিনেতা, জানেন?

দিব্যজ্যোতি কি লিভ-ইন সম্পর্কে যাবেন? যা বললেন অভিনেতা...
দিব্যজ্যোতি দত্ত।
Follow Us:
| Updated on: Apr 15, 2024 | 4:11 PM

ক্লাস নাইন-টেনে পড়ার সময় একবার একটি মেয়েকে মনে ধরেছিল ছোট পর্দার অভিনেতা দিব্যজ্যোতি দত্তর। সেই মেয়েটিকে প্রেম প্রস্তাবও দিয়েছিলেন অভিনেতা। কিন্তু কোনও উত্তর আসেনি। সেই মেয়েটি অন্য় সম্পর্কে আছেন। বিষয়টিকে সাদরে গ্রহণও করে নিয়েছেন দিব্যজ্যোতি। আজ পর্যন্ত ‘সিঙ্গল’ জীবন কাটাচ্ছেন অভিনেতা। প্রেম নিয়ে তাঁর মত কী? লিভ ইন সম্পর্ক নিয়ে কী বলেন অভিনেতা, জানেন?

সুদর্শন হয়েও, এলিজিবল হয়েও কেন প্রেমিকা নেই দিব্যজ্যোতির? সে সম্পর্কে অভিনেতা TV9 বাংলাকে বলেছিলেন, “আমি পরিবারকে নিয়েই ভাল আছি। আমি, মা, বাবা এবং বোন। আমার এর পর এখন আর কাউকেই দরকার নেই জীবনে।” আর লিভ ইন সম্পর্কে কী বলেন অভিনেতা? সম্প্রতি এক সাক্ষাৎকারে দিব্যজ্যোতি বলেছেন, “আমার তাতে কোনও অসুবিধা নেই। আমার চেনাজানা অনেকেই লিভ-ইন সম্পর্কে আছেন এবং তাঁরা ভাল আছেন। ভাল থাকাটাই আসল বিষয় এখানে। কিন্তু আমি হয়তো লিভ ইনে যাব না। বিয়েটাই করে ফেলব।”

অ্যানড্রুজ় কলেজে ইতিহাস নিয়ে পড়তে-পড়তে প্রথম সিরিয়ালে ব্রেক পেয়েছিলেন দিব্যজোত্যি। কিছুদিন ক্লাস করে ‘জয়ী’ সিরিয়ালে রিভুর চরিত্রটায় সুযোগ আসে তাঁর কাছে। হঠাৎ করেই অভিনয়ে সুযোগ ঘটে। ফলে লেখাপড়া শেষ করা হয়নি। জয়ীর পর ‘চুনি পান্না’, ‘দেশের মাটি’ তারপর ‘অনুরাগের ছোঁয়া’। সিরিয়ালে অভিনয়ে আসার আগে থেকেই জিম ফ্রিক হয়ে গিয়েছিলেন দিব্যজ্যোতি। লেখাপড়া শেষ না করলেও পুষ্টি (নিউট্রিশন) নিয়ে লেখাপড়া করেন পুরোদস্তুর।