AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বছরের শুরুতে হঠাত্‍ মৃত্যু! অরুণ রায় পরিচালিত শেষ ছবি মুক্তি পাবে?

টলিপাড়ার এক সূত্রের দাবি, ‘অরুণদা চলে যাওয়ার পরেই আমরা চেষ্টা করছি, ‘অরণ‍্যের দিনরাত্রি’ যাতে মুক্তি পায়। শেষ পর্যন্ত সম্ভব হবে কিনা জানি না। তবে ছবির সম্পাদনার কাজ চলছে। কোনও ওটিটি প্ল‍্যাটফর্মে অন্তত ছবিটা যদি থাকে, অরুণদার শেষ কাজ  হিসাবে তা দেখতে পারবেন দর্শকরা।''

বছরের শুরুতে হঠাত্‍ মৃত্যু! অরুণ রায় পরিচালিত শেষ ছবি মুক্তি পাবে?
| Edited By: | Updated on: Apr 12, 2025 | 2:28 PM
Share

২০২২ সালে ঘোষণা হয়েছিল, পরিচালক অরুণ রায় তৈরি করবেন ‘অরণ‍্যের দিনরাত্রি’। কিংবদন্তি পরিচালক সত‍্যজিৎ রায়, সুনীল গঙ্গোপাধ‍্যায়ের কলমকে ভরসা করে কালজয়ী একটা ছবি তৈরি করেছিলেন, যা আজও রয়েছে চর্চার কেন্দ্রে। পরিচালক অরুণ রায় সেই লেখাকে ভিত্তি করেই নতুন ছবি তৈরি করতে চেয়েছিলেন। ছবির প্রধান মুখ ছিলেন জীতু কমল, কিঞ্জল নন্দের মতো নামী অভিনেতারা। শুটিং হয়। তারপর প্রযোজনা সংস্থা ‘প্রমোদ ফিল্মস’ আর পরিচালকের মধ‍্যে মতবিরোধের জেরেই নাকি ছবিটি মুক্তি পায়নি। টলিপাড়ায় চর্চা ছিল, এত ভালো বিষয় হওয়া সত্ত্বেও, ছবির শুটিং নাকি পছন্দ হয়নি প্রযোজকের। কিন্তু ২০২৫-এ পরিস্থিতি অন‍্যরকম। ফিরতে পারে অসীম, সঞ্জয়, হরি এবং শেখরের গল্প। বছরের গোড়ায় আসে খারাপ খবর। প্রয়াত হন পরিচালক অরুণ রায়। দীর্ঘদিন ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন তিনি। আরজি কর মেডিক্যাল কলেজে চলছিল তাঁর চিকিৎসা। হাসপাতালে ভর্তি থাকার সময়ে তাঁর পাশে যেমন ছিলেন জীতু কমল তেমনই ছিলেন কিঞ্জল নন্দ। টলিপাড়ার এক সূত্রের দাবি, ”অরুণদা চলে যাওয়ার পরেই আমরা চেষ্টা করছি, ‘অরণ‍্যের দিনরাত্রি’ যাতে মুক্তি পায়। শেষ পর্যন্ত সম্ভব হবে কিনা জানি না। তবে ছবির সম্পাদনার কাজ চলছে। কোনও ওটিটি প্ল‍্যাটফর্মে অন্তত ছবিটা যদি থাকে, অরুণদার শেষ কাজ  হিসাবে তা দেখতে পারবেন দর্শকরা। যদি সেটা সম্ভব হয়, তখন ‘নন্দন’-এ এই ছবির মুক্তির ব‍্যবস্থা করা যায় কিনা, সেটাও ভাবা হবে।” নিশ্চয়তা নেই। তবে যতটুকু আশার আলো দেখা গেল, সেটাকে সুখবর হিসাবেই ধরা যায়।