পুরুষ সহকর্মীকে দফায় দফায় যৌন হেনস্থা! বিপাকে জনপ্রিয় অভিনেতা
উইল স্মিথের মিউজিক ট্যুরে কাজ করার সময় তাঁকে দফায় দফায় যৌন হেনস্থার শিকার হতে হয়েছে। অভিযোগে বলা হয়েছে, স্মিথ এবং তাঁর ট্যুর ম্যানেজমেন্ট টিম কাজের জায়গায় একটি অস্বাস্থ্যকর এবং ভীতিকর পরিবেশ তৈরি করেছিলেন।

হলিউড মেগাস্টার উইল স্মিথের ভাবমূর্তিতে বড়সড় ধাক্কা। অস্কারজয়ী এই অভিনেতার বিরুদ্ধে যৌন হেনস্থা এবং বেআইনিভাবে চাকরি থেকে বরখাস্ত করার অভিযোগ তুললেন তাঁর প্রাক্তন ট্যুর ভায়োলিনিস্ট (বেহালাবাদক)। লস অ্যাঞ্জেলেসের একটি আদালতে এই সংক্রান্ত মামলা দায়ের করা হয়েছে।
মামলাকারীর দাবি, উইল স্মিথের মিউজিক ট্যুরে কাজ করার সময় তাঁকে দফায় দফায় যৌন হেনস্থার শিকার হতে হয়েছে। অভিযোগে বলা হয়েছে, স্মিথ এবং তাঁর ট্যুর ম্যানেজমেন্ট টিম কাজের জায়গায় একটি অস্বাস্থ্যকর এবং ভীতিকর পরিবেশ তৈরি করেছিলেন। শুধু শারীরিক হেনস্থাই নয়, প্রতিবাদ করায় তাঁকে কোনও কারণ না দেখিয়ে কাজ থেকেও সরিয়ে দেওয়া হয়, যাকে ওই শিল্পী ‘রংফুল টার্মিনেশন’ বা বেআইনি বরখাস্ত বলে দাবি করেছেন।
অভিযোগকারী বেহালাবাদকের তরফ থেকে দাবি করা হয়েছে যে, দীর্ঘদিনের কাজের সুবাদে স্মিথের সঙ্গে তাঁর পেশাদার সম্পর্ক ছিল। কিন্তু নির্দিষ্ট কিছু ঘটনার পর কর্মক্ষেত্রে পরিস্থিতি বদলে যায়। বেহালাবাদকের অভিযোগ, কাজের অজুহাতে তাঁকে অপ্রয়োজনীয়ভাবে ব্যক্তিগত পরিসরে ডাকা হতো। স্মিথ এবং তাঁর সঙ্গীরা অত্যন্ত অশ্লীল ও আপত্তিকর মন্তব্য করতেন। যৌন হেনস্থার প্রতিবাদ করায় তাঁকে বেতন বন্ধের হুমকি দেওয়া হয় এবং শেষ পর্যন্ত ট্যুর থেকে বাদ দেওয়া হয়।
এখনও পর্যন্ত উইল স্মিথ বা তাঁর প্রচারক দলের পক্ষ থেকে এই বিষয়ে সরাসরি কোনো বিবৃতি পাওয়া যায়নি। তবে স্মিথের ঘনিষ্ঠ মহল এই অভিযোগকে ‘ভিত্তিহীন’ এবং ‘অর্থ উপার্জনের ফন্দি’ বলে উড়িয়ে দিয়েছে। উল্লেখ্য, অস্কারের মঞ্চে চড় কাণ্ডের পর থেকে স্মিথের কেরিয়ারে যে কালো মেঘ ঘনিয়েছিল, এই নতুন মামলা সেই সংকটকে আরও বাড়িয়ে তুলল বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
বেহালাবাদকের আইনজীবী জানিয়েছেন, তাঁরা আদালতের কাছে উপযুক্ত ক্ষতিপূরণ এবং এই মানসিক হেনস্থার বিচার চাইছেন। ক্যালিফোর্নিয়ার আইন অনুযায়ী, কর্মক্ষেত্রে যৌন হেনস্থা এবং উপযুক্ত কারণ ছাড়া ছাঁটাইয়ের অভিযোগ প্রমাণিত হলে স্মিথকে বড় অংকের জরিমানা এবং আইনি শাস্তির মুখে পড়তে হতে পারে।
এই খবরটি প্রকাশ্যে আসার পর থেকেই হলিউড জুড়ে তোলপাড় শুরু হয়েছে। সত্যিই উইল স্মিথ এমনটা করেছেন কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। উইল স্মিথের বিরুদ্ধে তথ্যপ্রমাণ হলে, আদালত কী রায় দেয়, গোটা বিশ্বের নজর এখন তারই দিকে।
