Exclusive: যদি গানে ভুবন না ভোলাতেন, তাহলে কী হতেন? মনের কথা জানালেন পাপন
Exclusive: অঙ্গরাগ মহন্ত। এই নামে অবশ্য খুবই কম জন চেনেন তাঁকে। শ্রোতাদের কাছে তিনি পাপন। অসমে জন্ম। নিজের মাতৃভাষা অসমিয়ায় যেমন গান গেয়েছেন। তেমনই গান গেয়েছেন হিন্দি, মারাঠি, তামিল ভাষাতে। বাংলা গানও গেয়েছেন জনপ্রিয় এই গায়ক।

নয়াদিল্লি: তাঁর গানের জাদুতে মুগ্ধ শ্রোতারা। গানে ভুবন ভরিয়ে রেখেছেন। কিন্তু, যদি গায়ক না হতেন? তাহলে কী হতেন পাপন? TV9 নেটওয়ার্কের ‘দ্য ওয়ার্ল্ড ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেস্টিভ্যাল’-এ এসে মনের কথা জানালেন বিখ্যাত এই গায়ক। কী বললেন তিনি?
অঙ্গরাগ মহন্ত। এই নামে অবশ্য খুবই কম জন চেনেন তাঁকে। শ্রোতাদের কাছে তিনি পাপন। অসমে জন্ম। নিজের মাতৃভাষা অসমিয়ায় যেমন গান গেয়েছেন। তেমনই গান গেয়েছেন হিন্দি, মারাঠি, তামিল ভাষাতে। বাংলা গানও গেয়েছেন জনপ্রিয় এই গায়ক।
নয়াদিল্লির মেজর ধ্যানচাঁদ স্টেডিয়ামে ১৪ ফেব্রুয়ারি থেকে তিনদিন দ্য ওয়ার্ল্ড ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেস্টিভ্যালের আয়োজন করেছিল টিভি৯ নেটওয়ার্ক। ভ্যালেনটাইন্স ডে-তে এই ফেস্টিভ্যালে পারফর্ম করেন পাপন। তাঁর গান মুগ্ধ করে ফেস্টিভ্য়ালে আসা শ্রোতাদের।
ওই অনুষ্ঠানের শেষে টিভি৯-কে দেওয়া সাক্ষাৎকারে পাপন বলেন, তিনি দিল্লির কলেজে পড়াশোনা করেছেন। ফলে দিল্লির প্রতি আলাদা টান রয়েছে তাঁর। যখনই দিল্লিতে আসেন, আলাদা অনুভূতি হয়। তাঁর পছন্দের গায়ক-গায়িকার কথা জানতে চাওয়ায় চার জনের নাম বললেন। লতা মঙ্গেশকর, আশা ভোঁসলে, কিশোর কুমার এবং আরডি বর্মন। বললেন, “এঁদের গান শুনেই বড় হয়েছি।”
যদি গায়ক না হতেন, তবে কী হতেন?
যদি গানের জগতে না আসতেন, তবে কী হতেন তিনি? প্রশ্ন শুনে না থমকেই পাপন বললেন, তিনি কৃষক হতেন। কৃষিকাজকে পেশা করতেন। তাঁকে প্রশ্ন করা হয়েছিল, লোকগীতি না বলিউডের গান, কোনটা পছন্দ করেন? পাপন জানান, দুটোই তাঁর পছন্দের। কোনও একজন শিল্পী, যাঁর সঙ্গে জুটি বেঁধে গান করতে চান? নিজের সেই ইচ্ছের কথাও জানালেন ‘বুলেয়া’-র গায়ক। বললেন, আমেরিকার শিল্পী নোরা জোনসের সঙ্গে জুটি বাঁধতে চান তিনি।





