Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ইয়ামি গৌতমের পুত্রসন্তান জন্মেছে, নাম এক্কাবারে অন্যরকম, জানেন এর অর্থ!

Yami Gautam Baby Birth: অক্ষয় তৃতীয়ার দিন ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন তিনি। তারপর থেকেই গৌতম এবং ধর পরিবারে আনন্দের হাওয়া। মা এবং সদ্যজাত সন্তান ভাল আছেন। সন্তানকে নিয়ে বাড়িতে ফিরেছেন ইয়ামি। পুত্রের কী নাম দিয়েছেন জানেন ইয়ামি এবং তাঁর স্বামী পরিচালক আদিত্য ধর?

ইয়ামি গৌতমের পুত্রসন্তান জন্মেছে, নাম এক্কাবারে অন্যরকম, জানেন এর অর্থ!
ইয়ামি-আদিত্য।
Follow Us:
| Updated on: May 20, 2024 | 2:17 PM

সন্তানের জননী হলেন বলিউডের সুন্দরী অভিনেত্রী ইয়ামি গৌতম। অক্ষয় তৃতীয়ার দিন ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন তিনি। তারপর থেকেই গৌতম এবং ধর পরিবারে আনন্দের হাওয়া। মা এবং সদ্যজাত সন্তান ভাল আছেন। সন্তানকে নিয়ে বাড়িতে ফিরেছেন ইয়ামি। পুত্রের কী নাম দিয়েছেন জানেন ইয়ামি এবং তাঁর স্বামী পরিচালক আদিত্য ধর?

পুত্রের জন্ম হয়ে ১৭ মে, ২০২৪। সুখবরটি ইয়ামি এবং আদিত্য জানালেন ২০ মে, ২০২৪। নিজ-নিজ ইনস্টাগ্রাম থেকে পুত্র জন্মের কথাটি জানিয়েছেন দুই তারকা। সেই সঙ্গে পুত্রের নামও বলেছেন। ইয়ামি-আদিত্যর ছেলের নামটি এক্কেবারে অন্যরকম। অন্যরকম নামকরণের একটি ঢেউ চলছে বলিউডে। আলিয়া ভাট-রণবীর কাপুরের মেয়ের নাম রাহা, বিরাট কোহলি-অনুষ্কা শর্মার মেয়ের নাম ভামিকা এবং ছেলের নাম অকায়। ঠিক তেমনই, সন্তানের একটি ইউনিক নাম রেখেছেন ইয়ামি এবং আদিত্য। তাঁরা নাম রেখেছেন বেদাবিদ।

কী অর্থ বেদাবিদের? হিন্দু ধর্মের সঙ্গে সরাসরি যোগাযোগ আছে এই নামের। হিন্দু মাইথোলজি অনুযায়ী, বেদাবিদের অর্থ, এমন কেউ যিনি বেদ সম্পর্কে সবকিছু জানেন। ভগবান বিষ্ণুরও আর-এক নাম বেদাবিদ। ইনস্টাগ্রামে সুখবর জানিয়ে ইয়ামি-আদিত্য লিখেছেন, “পুত্রের জন্ম সম্পর্কে জানিয়ে আমরা উচ্ছ্বসিত। অক্ষয় তৃতীয়ার দিন ও জন্মেছে। আপনাদের সকলের ভালবাসা একান্ত কাম্য।”