AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

কৃষক হওয়াই লক্ষ্য রিমলির, আর কী কী চান তিনি?

সৌমেন হালদারের পরিচালনায় জি বাংলায় আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে এই নতুন ধারাবাহিক। মুখ্য ভূমিকায় অভিনয় করছেন ইডিকা পাল এবং জন।

কৃষক হওয়াই লক্ষ্য রিমলির, আর কী কী চান তিনি?
মুখ্য ভূমিকায় অভিনয় করছেন ইডিকা পাল।
| Updated on: Feb 13, 2021 | 1:54 PM
Share

কৃষক পরিবারের সন্তাম রিমলি। ছোট থেকেই বাবা, কাকা, বাড়ির গুরুজনদের মাঠে চাষ করতে দেখে বড় হয়েছে সে। চাষের ফসলই তাদের পরিবারে লক্ষ্মী। তাই বড় হওয়ার পর অন্য কোনও পেশা নয়। বরং পারিবারিক পেশাকেই আপন করে নিতে চায় সে। বাবা, কাকার মতো চাষ করতে চায় রিমলি।

শুধু চাষবাস নয়। একই সঙ্গে নিজের ও আশপাশের সব পরিবারের জীবনযাত্রার মান উন্নত করার নিরন্তর চেষ্টা করে রিমলি। ভাগ্যের ফেরে হঠাৎই একদিন উদয়ের সঙ্গে তার দেখা হয়। বিদেশে পড়াশোনা শেষ করে দেশে ফেরা উদয়ের কৃষির বিষয়ে তুমুল আগ্রহ। দেশের কৃষক সমাজকে আরও এগিয়ে নিয়ে যাওয়াই এই উচ্চশিক্ষিত যুবকের লক্ষ্য। রিমলি এবং উদয় যুগ্ম ভাবে এই স্বপ্ন কি সত্যি করতে পারবে?

আরও পড়ুন, ‘ম্যাজিক’ মুক্তির আগে অঙ্কুশ-ঐন্দ্রিলার পরিবারে নতুন সদস্য!

এই প্রশ্নের উত্তর আপনি নিশ্চয়ই পাবেন। রিমলি, উদয়কে দেখতে পাবেন টেলিভিশনের পর্দায়। সৌমেন হালদারের পরিচালনায় জি বাংলায় আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে এই নতুন ধারাবাহিক। মুখ্য ভূমিকায় অভিনয় করছেন ইধীকা পাল এবং জন। এছাড়াও বিদীপ্তা চক্রবর্তী, মল্লিকা মজুমদারের মতো শিল্পীর অভিনয়ে সমৃদ্ধ হতে চলেছে এই ধারাবাহিক।

চ্যানেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, সব সময় সাম্প্রতিক বিষয় নিয়ে কাজ করার চেষ্টা করেন তাঁরা। বর্তমান প্রেক্ষাপটে কৃষকদের গুরুত্ব, তাঁরা যে দেশের জন্য কতটা জরুরি, তা এই ধারাবাহিকের মাধ্যমে দেখানো হবে বলে জানিয়েছেন তাঁরা।

আরও পড়ুন, ‘নীল চুল দেখে আর ব্রিটিশ উচ্চারণ শুনে শুটিংয়ে হোটেল থেকে খাবার দেয়নি’