ভূমি পেডনেকর, এক সময় শরীরের মেদ নিয়ে যিনি বেজায় চিন্তায় থাকতেন, যাঁকে বিশেষ করে কাস্ট করা হয়েছিল দম লাগাতে হাইসা-তে, সেই ভুমি পেদনেকরকে এক কথায় এখন দেখলে চেনা দায়। বি-টাউনে পা রাখার পর নিজের অভিনয়ের দাপটে যিনি জায়গা করে নিয়েছিলেন ভক্তদের মনে, তিনি বর্তমানে নিজের ফিগার নিয়ে বেজায় সচেতন। না, বি-টাউনে পা রাখতে নিজের রূপ বা ফ্যাশনই লক্ষ্য হওয়া উচিত নয়, ভাল অভিনয়, কাজ দিয়েও যে জায়গা করে নেওয়া যায়, তা প্রমাণ করেছিলেন ভুমি পেদনেকর।
তবে সময়ের সঙ্গে সঙ্গে শরীরের বাড়তি বেদ ঝড়িয়ে যেভাবে তিনি সকলের নজরে জায়গা করে নিয়েছেন, তা এক কথায় বলতে গেলে অনবদ্য। প্রশংসার দাবি রাখে ভুমির একাগ্রতা। মাত্র ৪ মাসে শরীর থেকে মেদ ঝড়িয়েছিলেন ২১ কেজি। যা দেখে রীতিমত অবাক হয়েছিল নেট দুনিয়া। আর ঠিক সেই কারণেই এবার ভাইরাল হয়ে গেল ভুমি পেডনেকরের ভিডিয়ো। তবে নিজেকে কড়া ডায়েটে রাখতে কী কী খেয়ে থাকেন ভুমি পেদনেকর।
ব্রেকফাস্ট- হালকা গরম জল, ব্রেড সঙ্গে ২টি অমলেট, একটি আপেল
লাঞ্চ- লস্যি, ২ টো রুটি, সব্জি, ডাল,
বিকেলে- গ্রিন টি, গ্রিন স্যালাড, গ্রিল ফিস,
ডিনার- সাধারণত সাড়ে আটটার পর তিনি আর খান না, তাই বিকেলের খাওয়ার খেতে সামান্য দেরি হলে সেটাই তিনি বেশি করে খেয়ে থাকেন। গ্রিল ফিস বা গ্রিল মাংস রাখেন।
তবে সেই সেলেবই এবার ফুচকা, চার্ট, পাপরি চার্ট গপাগপ মুখে পুরলেন ভুমি। সেই ভিডিয়ো শেয়ার হতেই ঝড়ের গতীতে ভাইরাল। দিল্লিতে গিয়ে তিনি চুটিয়ে চার্ট খেয়ে মন ভরালেন। সেই তৃপ্তীর ভিডিও শেয়ার করে সকলের নজর কাড়লেন সেলেব। যা মুহূর্তে নেটদুনিয়ায় হয়ে উঠল ভাইরাল। সামনে সাজানো থরে থরে চার্ট, যা ঝড়ের গতীতে ভক্তরা লাইকের বন্যা বইয়ে দিল।
আরও পড়ুন- Viral News: টেলি-দুনিয়ার নয়া নাগিন তেজস্বী, প্রতি সপ্তাহে কত টাকা পারিশ্রমিক পাচ্ছেন বিগ বস স্টার
আরও পড়ুন- Bollywood Gossip: প্লাস্টিক সার্জারি কেবল গুজব, লুক পরবর্তীতে কোন সাফাই দিলেন বাণী
আরও পড়ুন- Salman Khan Dark Secrete: কয়েদি নম্বর ১০৬, এই পরিচয়েই জেলে রাত কাটিয়েছিলেন সলমন খান