AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bird Flu in Bengal: বার্ড ফ্লুয়ের আতঙ্ক খোদ বাংলায়, কোন উপসর্গ দেখে বুঝবেন আপনার শিশু আক্রান্ত?

Signs and Symptoms: জানা গিয়েছে, কলকাতায় আড়াই বছরের শিশুর শরীরে H5N1 গোত্রের ভাইরাস পাওয়া গিয়েছে। উত্তরবঙ্গের শিশুটির শরীরেও মিলেছে এই একই ভাইরাস। দুই শিশুর শরীরে সংক্রামিত ভাইরাসের লক্ষণ ও উপসর্গ এক। ফলে সকলের মধ্যে শিশুদের সবচেয়ে বেশি সতর্ক থাকা উচিত।

Bird Flu in Bengal: বার্ড ফ্লুয়ের আতঙ্ক খোদ বাংলায়, কোন উপসর্গ দেখে বুঝবেন আপনার শিশু আক্রান্ত?
| Updated on: Jun 12, 2024 | 6:46 PM
Share

ফের বার্ড ফ্লুয়ের আতঙ্ক ফিরে এল বাংলায়। পাঁচ বছর পর বার্ড ফ্লু সংক্রমণের ঘটনা সামনে আসতেই আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা দেশে। আড়াই বছরের এক শিশুর আক্রান্তের খবরের পর এবার এক চার বছরের শিশুর আক্রান্ত হওয়ার খবর সামনে এসেছে। স্বাস্থ্য় দপ্তরের সূত্রের খবর, দুটি শিশুই আপাতত সুস্থ। কিন্তু পাঁচ বছর পর ফের কীভাবে এই ভয়াল সংক্রমণ ছড়িয়ে পড়ল সেই নিয়ে চিন্তার ভাঁজ পড়েছে চিকিত্‍সকমহলে।

জানা গিয়েছে, কলকাতায় আড়াই বছরের শিশুর শরীরে H5N1 গোত্রের ভাইরাস পাওয়া গিয়েছে। উত্তরবঙ্গের শিশুটির শরীরেও মিলেছে এই একই ভাইরাস। দুই শিশুর শরীরে সংক্রামিত ভাইরাসের লক্ষণ ও উপসর্গ এক। ফলে সকলের মধ্যে শিশুদের সবচেয়ে বেশি সতর্ক থাকা উচিত। বার্ড ফ্লু সংক্রমণ থেকে পরিবারের সবচেয়ে ছোট সদস্যকে রক্ষা করতে জানুন এই ভাইরাসের উপসর্গ কী, কীভাবে প্রতিরোধ করবেন?

লক্ষণ

ভাইরাস সংক্রমণ হলে তার তীব্রতার উপরই নির্ভর করে। সেই কারণে শরীরের অসুস্থতা দেখা যায়। বার্ড ফ্লু আক্রান্ত হলে প্রাথমিকভাবে যে যে উপসর্গ দেখা যায়, তা এখানে দেখে নিন…

– তীব্র জ্বর, কাঁপিনি দিয়ে জ্বর, ঠাণ্ডা লাগা, মাথাব্যথা করা, খুসখুসে কাশির উপসর্গ দেখা যায়। এছাড়া সাধারণ উপসর্গগুলির মধ্যে যেমন, ডায়রিয়া, ক্লান্তি বোধ হওয়া, পেট ব্যথা, বুকে ব্যথা, নাক ও দাঁতের মাড়ি দিয়ে রক্তপাত হওয়া, কনজেক্টিভাইটিস হওয়া। সাধারণত, প্রথম লক্ষণগুলি সংক্রমণের তিন থেকে পাঁচ দিন পরে দেখা দেয়।