Death Clock: অঙ্ক কষেই বলে দেওয়া যাবে আপনার মৃত্যু কবে! পরীক্ষা করে দেখবেন নাকি?
Death Clock: 'ডেথ ক্লক' কোনও ব্যাক্তির বয়স, উচ্চতা, ওজন, প্রতিদিনের ক্যালোরি ইনটেক, কতটা শরীরচর্চা করছেন এবং আরও অনেক তথ্য নিয়ে তা বিশ্লেষণ করে বলে দেয় কবে হতে পারে সেই ব্যাক্তির শেষ দিন!
যে প্রশ্নের উত্তর দিতে পারেন না স্বয়ং ভগবানও, যে উত্তর অজানা বিশ্বের বড় বড় চিকিৎসকদের কাছেও সেই উত্ত র দিয়ে দেবে কৃত্রিম বুদ্ধিমত্তা। কবে হবে আপনার মৃত্যু, জানিয়ে দেবে কেবল একটা অ্যাপ। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ করেই এবার এক দল গবেষক বানিয়ে ফেলল ‘ডেথ ক্লক’। যা অঙ্ক কষে বলে দেবে কবে মৃত্যু হতে পারে আপনার।
চলতি বছরের জুলাই মাসে লঞ্চ করা হয় এই অ্যাপ। ‘ডেথ ক্লক’ কোনও ব্যাক্তির বয়স, উচ্চতা, ওজন, প্রতিদিনের ক্যালোরি ইনটেক, কতটা শরীরচর্চা করছেন এবং আরও অনেক তথ্য নিয়ে তা বিশ্লেষণ করে বলে দেয় কবে হতে পারে সেই ব্যাক্তির শেষ দিন!
অ্যাপ প্রস্তুতকারী ডেভেলপার ব্রেন্ট ফ্রানসন জানান, প্রায় ৫.৩ কোটি মানুষের উপর পরীক্ষা করে ১২০০ বেশি ডাটা সেট তৈরি করা হয়েছে। বিশেষজ্ঞদের দাবি ইতিমধ্যেই স্বাস্থ্য সচেতনদের মধ্যে এই অ্যাপের জনপ্রিয়তা বেড়েছে। এখনও অবধি প্রায় দেড় লক্ষের মানুষ এই অ্যাপ ইতিমধ্যেই ব্যবহার করেছেন।
অ্যাপ প্রস্তুতকারীদের দাবি, মানুষকে আরও বেশি করে স্বাস্থ্য সচেতন করে তুলতেই এই অ্যাপ বানিয়েছে তাঁরা। কোনও ব্যাক্তির স্বাস্থ্য সংক্রান্ত বিষয়গুলি এবং জীবনধারাকে বিশ্লেষণ করে কোনও ব্যাক্তির সম্ভাব্য মৃত্যু তারিখ বার করে অ্যাপ। তারই সঙ্গে ভবিষ্যতে কোনও মারণ রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকলে তাও জানিয়ে দেয় অ্যাপ। এমনকি কী করলে নিজের স্বাস্থ্যের হাল আরও ভাল করে তোলা সম্ভব তাও বলে দেয় কৃত্রিম বুদ্ধিমত্তা।