AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Explained: ক্যানসার ৪ স্টেজেও চিকিৎসা সম্ভব, পথ দেখাচ্ছে হরমোন থেরাপি! বিষয়টা কী?

Explained: এত দিন ক্যানসার চিকিৎসা বলতে আমরা মূলত তিন ধরনের পদ্ধতির কথা জানতাম। রেডিয়েশন থেরাপি, কেমোথেরাপি এবং তারই সঙ্গে অস্ত্রপচার। তবে এইবার তারই সঙ্গে প্রসিদ্ধ হয়ে উঠছে নতুন আরেকটি চিকিৎসা পদ্ধতি। সেটি হল হরমোন থেরাপি। কেবল প্রসিদ্ধ হয়ে উঠছে না বরং ব্যপক প্রভাব ফেলছে রোগীদের সুস্থ করে তোলার ক্ষেত্রে।

Explained: ক্যানসার ৪ স্টেজেও চিকিৎসা সম্ভব, পথ দেখাচ্ছে হরমোন থেরাপি! বিষয়টা কী?
| Updated on: Jul 11, 2025 | 10:46 AM
Share

ক্যানসার মানেই সব শেষ! আর তো কটা দিন আয়ু। এভাবেই এখনও ভাবতে অভ্যস্ত সমাজের বেশিরভাগ অংশ। এই কথা আমি বলছি না। বলছেন, ক্যানসার জয়ী যোদ্ধারা। ক্যানসারের আনসার খুঁজতে, প্রতি মুহূর্তে লড়ে চলেছেন চিকিৎসক, বিজ্ঞানী থেকে গবেষকরা। এই রাস্তায় এখনও অনেকটা পথ চলা বাকি আমরা সেই কথা প্রায় সকলেই জানি। কারণ প্রতিদিন বদলে বদলে যাওয়া ক্যানসারের চরিত্রলিপি। তবে পিছিয়ে নেই চিকিৎসা বিজ্ঞানও। কেন এই কথা বলছি? এত দিন ক্যানসার চিকিৎসা বলতে আমরা মূলত তিন ধরনের পদ্ধতির কথা জানতাম। রেডিয়েশন থেরাপি, কেমোথেরাপি এবং তারই সঙ্গে অস্ত্রপচার। তবে এইবার তারই সঙ্গে প্রসিদ্ধ হয়ে উঠছে নতুন আরেকটি চিকিৎসা পদ্ধতি। সেটি হল হরমোন থেরাপি। কেবল প্রসিদ্ধ হয়ে উঠছে...

সম্পূর্ণ খবরটি পড়তে TV9 অ্যাপ ডাউনলোড করুন।

আরও এক্সক্লুসিভ খবরের জন্য TV9 অ্যাপে নজর রাখুন