Scabies: গরম হলেই কেন বাড়ে খোসপ্যাচড়ার সমস্যা? কী ভাবে লড়বেন?
Scabies: প্রথমত, আক্রান্ত কোনও ব্যক্তির ঘনিষ্ঠ শারীরিক সংস্পর্শে এলে। একই বিছানা, পোশাক বা তোয়ালে ব্যবহার করলে এই রোগ দ্রুত সংক্রমিত হতে পারে। শিশুদের ক্ষেত্রে স্কুল বা খেলার জায়গায় কাছাকাছি থাকা থেকেও হতে পারে এমনটা।

স্ক্যাবিস (Scabies) হল এক ধরনের ত্বকের সংক্রামক রোগ। যা সারকোপ্টেস স্ক্যাবিই (Sarcoptes scabiei) নামক এক ধরনের ক্ষুদ্র পরজীবী (mites) দ্বারা সংক্রমিত হয়। এই পরজীবীটি ত্বকের নিচে ঢুকে ডিম পাড়ে, ফলে ত্বকে চুলকানি ও র্যাশ তৈরি হয়। যা বাংলায় খোসপ্যাচড়া নামেও পরিচিত।
এই রোগের সবচেয়ে খারাপ বিষয় হল এটি অত্যন্ত সংক্রমক। কীভাবে ছড়ায় এই স্ক্যাবিস?
প্রথমত, আক্রান্ত কোনও ব্যক্তির ঘনিষ্ঠ শারীরিক সংস্পর্শে এলে। একই বিছানা, পোশাক বা তোয়ালে ব্যবহার করলে এই রোগ দ্রুত সংক্রমিত হতে পারে। শিশুদের ক্ষেত্রে স্কুল বা খেলার জায়গায় কাছাকাছি থাকা থেকেও হতে পারে এমনটা।
কী করে বুঝবেন এটি কোনও সাধারণ চুলকানি বা পোকাড় কামড় নয়, বরং স্ক্যাবিস?
তীব্র চুলকানি হয়, বিশেষ করে রাতে বেড়ে যায়। লাল ফুসকুড়ি বা র্যাশ দেখা দিতে পারে। চামড়ার নিচে সরু গর্তের মতো দাগ হতে পারে। আঘাত বা চুলকানোর ফলে ঘা হয়ে যেতে পারে।
কোথায় কোথায় সাধারণত দেখা দেয়?
আঙুলের ফাঁক, কনুই, কুঁচকি, কোমর। নাভি ও স্তনের চারপাশে বা শিশুদের ক্ষেত্রে মুখ, হাত-পায় এই সমস্যা দেখা দিতে পারে।
গরমে স্ক্যাবিস বেশি হয় কেন?
গরম ও আর্দ্র আবহাওয়ায় ঘাম বেশি হয়, যা ব্রণ ও চুলকানির সমস্যা বাড়ায়। যাতে এই জীবাণুর বেঁচে থাকার অনুকূল পরিবেশ তৈরি হয়।
স্ক্যাবিস হলে কী করবেন?
চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী স্ক্যাবিসের ওষুধ ব্যবহার করুন। সাধারণত Permethrin cream বা Ivermectin ট্যাবলেট দিয়ে থাকেন। তবে বিষয়টা নির্ভর করে রোগের ধরনের উপর।
এই সময় কী করবেন?
১। পরিচ্ছন্নতা বজায় রাখুন। ব্যবহৃত পোশাক, বিছানার চাদর, তোয়ালে গরম জলে ধুয়ে রোদে শুকিয়ে নিন।
২। চুলকানি কমাতে অ্যান্টিহিস্টামিন ট্যাবলেট বা লোশন ব্যবহার করা যেতে পারে।
