১০০ কোটি
টিকাকরণ
কোভিডের করাল গ্রাস থেকে দেশকে বাঁচানোর ক্ষেত্রে ভারতের ঐতিহাসিক মিশন। মোদী সরকারের নেতৃত্বে ১০০ কোটি টিকাকরণ হয়ে গিয়েছে। ১৮ বছরের বেশি বয়সী মানুষের জন্য ১ মে শুরু হয়েছিল টিকাকরণ অভিযান।
কোন কোন রাজ্যে কত টিকা দেওয়া হয়েছে তার সম্পূর্ণ তথ্য বৃত্তের মধ্যে রয়েছে। যে রাজ্যে যত বেশি টিকা দেওয়া হয়েছে সেই রাজ্যের বৃত্ত তত বড়। বৃত্তের ভেতরে আরও দুটি ছোট বৃত্ত রয়েছে, তাতে ক্লিক করে আপনারা প্রথম আর দ্বিতীয় ডোজের তথ্য দেখতে পাবেন।
২১ অক্টোবর, ২০২১
করোনার বিরুদ্ধে ভারতে ১০০ কোটি মানুষের টিকাকরণ হয়ে গিয়েছে। তবে এতে প্রথম ডোজ নেওয়া মানুষের সংখ্যা বেশি অন্যদিকে দ্বিতীয় ডোজের সংখ্যা এখনও কম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে দেশে দ্রুত গতিতে টিকাকরণ প্রোগ্রাম চালানো হচ্ছে, যাতে করোনার বিরুদ্ধে শক্তিশালী হয়ে লড়াই করা যেতে পারে। নীচে দেওয়া গ্রাফের মাধ্যমে আপনারা দেশজুড়ে টিকাকরণ প্রোগ্রামের ব্যাপারে জানতে পারবেন। সরকারের লক্ষ্য ২০২১ এর শেষ পর্যন্ত সমস্ত বয়স্ক মানুষকে টিকাকরণ করার।
এই লাইন চার্টে করোনা কেসের সংখ্যা আর টিকার ডোজ দেওয়ার তথ্য রয়েছে। প্রথম ড্রপ ডাউন থেকে আপনারা রাজ্য বাছতে পারেন আর দ্বিতীয় ক্লিকে জেলা। এরপর দুই পরিসংখ্যানই আপনি দেখতে পাবেন।
এই গ্রাফ মোতাবেক, ভারতের অধিকাংশ রাজ্য আর কেন্দ্র শাসিত অঞ্চলে করোনা রোগীর সংখ্যা মে মাসের শেষ সপ্তাহে আর তার কাছাকাছি সময় থেকে কম হতে শুরু করেছিল। এদিকে টিকাকরণের গতি বাড়তে থাকে। ভারতে ১ মে থেকে ১৮ বছরের সমস্ত মানুষের জন্য টিকা অভিযান শুরু করা হয়েছিল। ভারতে ১০০ কোটি টিকার ডোজ সম্পূর্ণ হয়ে গিয়েছে।
অন্যদিকে আপনি অন্যান্য কিছু দেশের রিপোর্ট দেখতে পারেন, যা প্রতি ১০০ জনকে দেওয়া ডোজের উপর নির্ভর করে তৈরি।