Summer Health Tips: গরমে খাবার খাওয়ার প্রতি অরুচি তৈরি হচ্ছে? খিদে বাড়াতে লাইফস্টাইলে আনুন পরিবর্তন

TV9 Bangla Digital | Edited By: megha

Apr 05, 2022 | 7:58 AM

Lifestyle Tips: গরমের অনেকেরই খাবার খাওয়ার প্রতি একটা অরুচি তৈরি হয়। এই মরসুমে খিদে না পাওয়া একটি সাধারণ ঘটনা।

Summer Health Tips: গরমে খাবার খাওয়ার প্রতি অরুচি তৈরি হচ্ছে? খিদে বাড়াতে লাইফস্টাইলে আনুন পরিবর্তন
অনেক সময় বিষণ্ণতার কারণে খিদে কমে যায়।
Image Credit source: istockphoto.com

Follow Us

গরমের অনেকেরই খাবার খাওয়ার প্রতি একটা অরুচি তৈরি হয়। এই মরসুমে খিদে (Hunger) না পাওয়া একটি সাধারণ ঘটনা। খিদে না থাকার কারণে অনেকেই খাওয়া-দাওয়ার প্রতি বিশেষ যত্ন নেন না। ফলে শরীর প্রয়োজনীয় পুষ্টির ঘাটতি দেখা দেয়। পাশাপাশি শরীর ডিহাইড্রেট (Dehydrate) হতে শুরু করে। আসলে খিদে কমে যাওয়া একটি রোগ। অনেক সময় বিষণ্ণতার কারণে খিদে কমে যায়। তবে গ্রীষ্মের মরসুমে খিদে না পাওয়ার অন্যান্য কারণ রয়েছে। এর একটি কারণ হল আমাদের শরীরের তাপমাত্রা। শরীরে যখন তাপমাত্রা (Health Tips) বেড়ে যায় তখন ঘাম ঝরানোর চেষ্টা করুন। তখন হাইপোথ্যালামাস, শরীরের থার্মোস্ট্যাট, খিদের দিকে মনোযোগ কেড়ে নেয়। অন্যদিকে, হজম প্রক্রিয়াও প্রচুর তাপ উৎপন্ন করে, হাইপোথ্যালামাস খিদেকে দমিয়ে রাখার চেষ্টা করে। যার ফলে গরমে খিদে পায় না। কিন্তু এর যত্ন না নিলে তা মারাত্মক সমস্যায় পরিণত হতে পারে। দীর্ঘমেয়াদী অনাহারে ওজন হ্রাস পায়, যা হাড়ের স্বাস্থ্যও দুর্বল করতে পারে। এই সমস্যা থেকে রেহাই পেতে আপনি আপনার জীবনধারায় পরিবর্তন (Lifestyle Changes)i আনুন।

প্রচুর পরিমাণে জল পান করুন- আমাদের খাবার হজমের জন্য জল খুবই গুরুত্বপূর্ণ। দিনে ৬ থেকে ৮ গ্লাস জল পান করলে, তা ত্বক ও স্বাস্থ্য উভয়ের জন্যই ভাল। বেশি পরিমাণে জল পান করলে শরীরের বর্জ্য পদার্থ বেরিয়ে যায় এবং পেট পরিষ্কার থাকে, যার কারণে খিদে পায়।

ঘন ঘন খাবার খান- একবারে বেশি খাবার খাবেন না। প্রায়শই দেখা যায় যে, মানুষ একবারে বেশি খাবার খান, যার কারণে তাদের খিদে পায় না। স্বল্প পরিমাণে ঘন ঘন খাবার খান। এমন করলে শরীরের খিদে থাকে এবং হজমশক্তিও উন্নত হয়।

গরমে বাটারমিল্কে চুমুক দিন- বাটারমিল্ক হজম স্বাস্থ্য ও অন্ত্রের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। বাটারমিল্কের মধ্যে বিটনুন ও জিরে গুঁড়ো মিশিয়ে পান করলে পেটের যাবতীয় সমস্যা দূর হয় এবং খাবারের প্রতি অরুচি কমে যায়।

নিয়মিত যোগব্যায়ামই সুস্থ থাকার পথ- ফিটনেসের বজায় রাখার জন্য নিয়মিত যোগব্যায়াম করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এতে আপনার শরীরের ক্যালোরি বার্ন হবে এবং আপনার খিদে বাড়বে। আপনার শারীরিক ওজন যদি খুব বেশি জয় তবে এটি আপনার ওজন কমাতেও সাহায্য করবে।

ডালিম, আমলকী, এলাচ খান- ডালিম, আমলকী, এলাচ, জোয়ান এবং লেবু ইত্যাদি জিনিস খাওয়া উচিত। এই সব জিনিস স্বাস্থ্যের জন্য উপকারী। এগুলো খেলে শরীরে অনেক পুষ্টি পূরণ হয়।

আরও পড়ুন: প্রচণ্ড গরমে হিট স্ট্রোক হওয়ার আগে শরীর জানান দেয় হিট এক্সজশনের কথা! সুরক্ষিত থাকতে জেনে নিন এর উপসর্গ

আরও পড়ুন: আস্থমার রোগীরা ইনহেলার ব্যবহারের সময় যে যে বিষয়গুলির খেয়াল রাখবেন…

Next Article