Rid Of Hives: আমবাতের সমস্যায় জেরবার! ত্বকের এই সমস্যা থেকে মুক্তি পান এই ৪ প্রাকৃতিক উপায়ে

TV9 Bangla Digital

TV9 Bangla Digital | Edited By: dipta das

Updated on: Dec 24, 2021 | 9:05 AM

কোনও বিশেষ খাবার, গাছপালা, ওষুধ ও পোকামাকড়ের নেগেটিভ প্রতিক্রিয়ায় আমবাতের মত সমস্যা দেখা যায়। মানসিক চাপ, ঠান্ডা তাপমাত্রা বা কড়া রোদের কারণেও আমবাত দেখা যায়।

Rid Of Hives: আমবাতের সমস্যায় জেরবার! ত্বকের এই সমস্যা থেকে মুক্তি পান এই ৪ প্রাকৃতিক উপায়ে
প্রতীকী ছবি

আমবাতের সমস্যা কিন্তু অধিকাংশের রয়েছে। এমন চুলকানির সমস্যায় প্রায় ২০ শতাংশ মানুষের জীবনে কোনও না কোনও সময়ে প্রভাবিত করে। লাল রঙের ফোলা ফোলা অংশ ও তার চারপাশ জুড়ে চুলকানি দেখা যায়। ফোলার অংশগুলি কতকটা মশার কামড়ের পর যেমন ত্বকের উপর ফোলাভাব তৈরি হয়, তেমনি আমবাতের ক্ষেত্রেও তেমনটা দেখা যায়।

কোনও বিশেষ খাবার, গাছপালা, ওষুধ ও পোকামাকড়ের নেগেটিভ প্রতিক্রিয়ায় আমবাতের মত সমস্যা দেখা যায়। মানসিক চাপ, ঠান্ডা তাপমাত্রা বা কড়া রোদের কারণেও আমবাত দেখা যায়। হাঁপানি বা তীব্রজ্বরে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে এই সমস্যা বেশি দেখা যায়।

বেশিরভাগ আমবাত কয়েকঘণ্টার মধ্যে মিলিয়ে যায়। আবার কিছু কিছু সময় আমবাত সারতে দেরি হয়। গুরুতর আকার ধারণ করলে তা একসপ্তাহ পর্যন্ত স্থায়ী হতে পারে। দীর্ঘস্থায়ী আমবাত হলে ওই ব্যক্তির সারাজীবন ক্রমাগত আমবাতের লক্ষণ দেখা যায়। এমন গুরুতর সমস্যা দেখা দিলে সঠিক চিকিত্‍সার প্রয়োজন। আমবাত অ্যানাফিল্যাক্সিসের প্রাথমিক লক্ষণ হতে পারে। আর এই সমস্যা যদি দেখা যায়, তাহলে অবিলম্বে ডাক্তারের পরামর্শ নেওয়া জরুরি।

অধিকাংশ প্রাকৃতিকভাবে এই সমস্যার প্রতিকার পেতে চান। প্রাকৃতিক ও ঘরোয়া ভাবে করলে ত্বকের জ্বালাভাব দ্রুত কম হ.য়, চুলকানিও বন্ধ হয়ে যায়। প্রাকৃতিকভাবে আমবাতের সমস্যা থেকে মুক্তি পেতে এই টিপসগুলি গ্রহণ করতে পারেন।

অ্যাপেল সিডার ভিনিগার

আমবাতের জন্য সবচেয়ে ভাল প্রতিকার। অ্য়াপেল সিডার ভিনিগার ব্যবহার করলে ভয়ংকর আমবাতের চুলকানি দ্রুত বন্ধ হয়ে যায়। জ্বালাভাবও কমে যায়। একটি ভেজা সুতির কাপড়ের তোয়ালেতে অ্যাপেল সিডার ভিনিগার দিয়ে দিনে বেশ কয়েকবার আমবাতের উপর প্রয়োগ করুন।

শেনসিয়াল অয়েল- আমবাতের চুলকানি কমাতে এশেনসিয়াল অয়েলের ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। জ্বালাভাব কমাতে ও দ্রুত সারিয়ে তুলতে সাহায্য করে। পেপারমিন্ট, ট্রি টি ও ল্যাভেন্ডার তেল একসঙ্গে মিশিয়ে ব্যবহার করতে পারেন।

নারকেল তেল- আমবাত সারিয়ে তুলতে নারকেল তেল বেশ কার্যকরী। সুন্দর ত্বকের জন্য যেমন দারুণ উপকারী, তেমনি এই প্রাকৃতিক তেলতে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য। আমবাত নিরাময়ের জন্য এটি সর্বোত্তম উপায়।

কীভাবে বানাবেন- একটি পাত্রের মধ্যে আধ কাপ নারকেল তেলের মধ্যে ৫ ফোঁটা পেপারমিন্ট অয়েল, ৩ ফোঁটা টি ট্রি অয়েল, ৩ ফোঁটা ল্যাভেন্ডার অয়েল ও ৩ ফোঁটা লোবান তেল যোগ করে একসঙ্গে মিশিয়ে নিন। হ্যান্ড মিক্সার দিয়ে ফেটিয়ে তা নরম ক্রিমের মতো তৈরি করুন। এবার ত্বকে এই মিশ্রণটি ভাল করে ব্যবহার করে মাসা জ করুন।

অ্যালোভেরার জেল– অ্যালোভেরা হল ত্বকের যেকোনও সমস্যার মুশকিল আসান। গরমে ত্বকের মধ্যে জ্বালাভাব ও চুলকানি হলে অ্যালোভেরার জেল ব্যবহার করতে পারেন। শীতের সময়ও এই জেল ব্যবহার করলে উপকার পাবেন। আমবাতের জন্য সেরা ফল পেতে গেলে অ্যালোভেরার জেলের একটি প্যাক বানাতে পারেন। একটি পাত্রের মধ্যে ১ কাপ অ্যালোভেরার জেল নিন। তাতে ৭ ফোঁটা পেপারমিন্ট অয়েল, ৫ ফোঁটা টি ট্রি অয়েল, ৫ ফোঁটা ল্যাভেন্ডার অয়েল, ৫ ফঁটা হেলিক্রিয়াম অয়েল যোগ করুন। সব অয়েল একসঙ্গে ভাল করে মিশিয়ে নিন। আমবাত নিরাময়ের জন্য ব্যবহার করলে ত্বক ঠান্ডা অনুভূতি হতে পারে।

আরও পড়ুন: Heels Cracking: ঠান্ডা পড়তেই পা ফাটা শুরু! জেনে নিন এর থেকে মুক্তি পাওয়ার সহজ উপায়

Latest News Updates

Follow us on

Related Stories

Most Read Stories

Click on your DTH Provider to Add TV9 Bangla