Patanjali: এবার বাড়ি বসেই পেয়ে যাবেন পতঞ্জলির হাজারের বেশি প্রোডাক্ট, সঙ্গে আকর্ষণীয় অফার
Patanjali Products: যোগগুরু বাবা রামদেবের সংস্থা পতঞ্জলি আয়ুর্বেদ গ্রাহকদের সুবিধার্থে এখন অনলাইনে কেনাকাটার বিশেষ সুযোগ করে দিচ্ছে। পতঞ্জলির ডিজিটাল প্ল্যাটফর্মে এখন হাজার হাজার পণ্য মিলছে মাত্র একটি ক্লিকেই। রয়েছে অ্যাপও। অনলাইন কেনাকাটার ক্ষেত্রে গ্রাহকদের জন্য বিশেষ সাশ্রয়ী অফারও রাখা হয়েছে। নির্দিষ্ট কিছু পণ্যের ওপর ৩ থেকে ১০ শতাংশ পর্যন্ত সরাসরি ছাড় পাওয়া যাচ্ছে।

এখন ঘরে বসেই মিলবে পতঞ্জলির পণ্য। অনলাইন কেনাকাটায় থাকছে বিশেষ ছাড় ও ক্যাশব্যাকের সুবিধা। নিত্যপ্রয়োজনীয় সামগ্রী যেমন সাবান, টুথপেস্ট, আটা, ঘি থেকে শুরু করে বিভিন্ন আয়ুর্বেদিক ওষুধ এখন সরাসরি বাড়িতে বসেই অর্ডার করা যাবে। যাঁরা সময়ের অভাবে বা শারীরিক সমস্যার কারণে স্টোরে গিয়ে কেনাকাটা করতে পারেন না, তাঁদের জন্য এই পরিষেবা অত্যন্ত সহায়ক হবে বলেই মত ওয়াকিবহাল মহলের। কাজে আসবে বয়স্কদেরও। সংস্থার অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অর্ডার করলে গ্রাহকরা আকর্ষণীয় ডিসকাউন্টও পাবেন।
পতঞ্জলির ডিজিটাল প্ল্যাটফর্মে এখন হাজার হাজার পণ্য মিলছে মাত্র একটি ক্লিকেই। রয়েছে অ্যাপও। পতঞ্জলির ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপের মাধ্যমে ভেষজ জুস, বিস্কুট, শ্যাম্পুর মতো নিত্য প্রয়োজনীয় সামগ্রী এখন অনায়াসেই কিনে ফেলা সম্ভব। সংস্থার দাবি, এই অনলাইন পরিষেবার ফলে কেবল বড় শহর নয়, বরং ছোট শহর এবং গ্রামীণ এলাকার মানুষরাও এখন খুব সহজেই বিশুদ্ধ ও স্বদেশি পণ্য কেনার ক্ষেত্রে উপকৃত হবেন। আর থাকবে না স্টোরে যাওয়ার ঝামেলা।
অনলাইন কেনাকাটার ক্ষেত্রে গ্রাহকদের জন্য বিশেষ সাশ্রয়ী অফারও রাখা হয়েছে। নির্দিষ্ট কিছু পণ্যের ওপর ৩ থেকে ১০ শতাংশ পর্যন্ত সরাসরি ছাড় পাওয়া যাচ্ছে। এছাড়া আর্থিক লেনদেনে বাড়তি সুবিধা দিতে PNB-Patanjali এবং RBL ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের জন্য থাকছে নিশ্চিত ক্যাশব্যাক। শুধু তাই নয়, কিছু নির্দিষ্ট পণ্যের অর্ডারে থাকছে ফ্রি ডেলিভারির সুবিধাও। অর্ডার করার প্রক্রিয়াও অনেকটাই সহজ। আগ্রহী গ্রাহকদের প্রথমে patanjaliayurved.net এ যেতে হবে। সেখানে নিজস্ব অ্যাকাউন্ট তৈরি ফেললেই ব্যাপারটা আরও সহজ হয়ে যাবে। এরপর সার্চ অপশনে গিয়ে পছন্দের সামগ্রী খুঁজে নিয়ে তা ‘কার্টে’ যুক্ত করতে হবে। তারপরই BUY সেকশনে গিয়ে পেমেন্ট।
