Cholesterol: আর খেতে হবে না কাঁড়ি কাঁড়ি ওষুধ! এক ইনজেকশনেই খেল খতম কোলেস্টেরলের, কী ভাবে জানেন?
নিয়ম নিষ্ঠার জীবন থেকেই মিলতে পারে মুক্তি। পথ দেখাচ্ছে গবেষণা। বিজ্ঞানীদের দাবি এক ইনজেকশনে কাবু হবে কোলেস্টেরল। তাও সারা জীবনের মতো। কী ভাবে সম্পন্ন হবে সেই কাজ?

গোটা বিশ্ব জুড়ে লক্ষ লক্ষ মানুষ আজ উদ্বিগ্ন কোলেস্টেরলের প্রকোপে। প্রায় ঘরে ঘরে ঢুকে বসে রয়েছে এই রোগ। অনিয়মিত খাদ্যাভ্যাস, অনিয়ন্ত্রিত জীবন যাপন বা জীনগত কারণে শরীরে চরচর করে বাড়তে শুরু করে এলডিএল বা ক্ষতিকারক কোলেস্টেরল। এখানে একটা কথা বলে রাখা ভাল, কোলেস্টেরল মানেই যে তা খারাপ বিষয়টা কিন্তু এমন নয়। এলডিএইচএল কোলেস্টেরলকে কিন্তু ভাল কোলেস্টেরল বলে গণ্য করা হয়। এটি সুস্বাস্থ্যের জন্য ভাল। সাধারণত শরীরে এলডিএলের মাত্রা বেড়ে গেলে তাকেই আমরা হাই কোলেস্টেরল বলে চিহ্নিত করে। অচিরেই একে বাগে না আনতে পারলে আরও বড় বিপদের সম্মুখীন হতে পারেন। কোষের ঝিল্লি তৈরি করা, ভিটামিন ডি সংশ্লেষণ করা বা হরমোন তৈরি করা অনেক কাজের...





