AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Brain Stroke Symptoms: বাড়িতে কারও ব্রেন স্ট্রোক হলে কী দেখে বুঝবেন?

বাড়ি বা আশপাশের কেউ স্ট্রোকে আক্রান্ত হলে চট করে তা বোঝা যায় না। এর পর চিকিৎসক বা হাসপাতালের নিয়ে যেতে যেতে অনেক সময় নষ্ট হয়ে যায়। দেরিতে চিকিৎসা শুরুর জেরে বাড়ে ক্ষতির সম্ভাবনা। কিন্তু স্ট্রোক হলে কিছু লক্ষণ দেখা যায় আক্রান্তের মধ্যে। তা দেখে স্ট্রোকের প্রাথমিক অনুমান সম্ভব।

Brain Stroke Symptoms: বাড়িতে কারও ব্রেন স্ট্রোক হলে কী দেখে বুঝবেন?
উচ্চ রক্তচাপের ফলে হার্টের সমস্যা দেখা দেয়। হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোকেরও একটি কারণ উচ্চ রক্তচাপ। এমনকি দৃষ্টিশক্তির সমস্যাও হতে পারে
| Updated on: Jun 24, 2024 | 3:57 PM
Share

বয়স্কদের পাশাপাশি কমবয়সিরাও আক্রান্ত হচ্ছেন স্ট্রোকে। এর মধ্যে ব্রেন স্ট্রোক যথেষ্ট ভয়ঙ্কর। উচ্চ রক্তচাপের সমস্যা থাকে স্ট্রোকের সম্ভাবনা কয়েক গুণ বেড়ে যায়। সেই সঙ্গে স্থূলত্বের সমস্যা, ধূমপানের অভ্যাস থাকলে পরিস্থিতি আরও মারাত্মক হয়ে ওঠে। বাড়ি বা আশপাশের কেউ স্ট্রোকে আক্রান্ত হলে চট করে তা বোঝা যায় না। এর পর চিকিৎসক বা হাসপাতালের নিয়ে যেতে যেতে অনেক সময় নষ্ট হয়ে যায়। দেরিতে চিকিৎসা শুরুর জেরে বাড়ে ক্ষতির সম্ভাবনা। কিন্তু স্ট্রোক হলে কিছু লক্ষণ দেখা যায় আক্রান্তের মধ্যে। তা দেখে স্ট্রোকের প্রাথমিক অনুমান সম্ভব। এ রকম লক্ষণ দেখলেই দ্রুত চিকিৎসকের কাছে বা হাসপাতালে নিয়ে যেতে হবে। যাতে চিকিৎসা শুরু হতে দেরি না হয়।

ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেল্থ স্ট্রোকের কিছু লক্ষণের কথা জানিয়েছে। জেনে নিন সেগুলি-

  • স্ট্রোক হলে আক্রান্ত ব্যক্তির শরীরের ব্যালেন্স বা ভারসাম্যের সমস্যা হয়। এর জেরে দাঁড়াতে সমস্যা হতে পারে। শরীর টলতে পারে।
  • স্ট্রোক হলে চোখের সমস্যাও হয় অনেকের। চোখ খোলা বা বন্ধ করতে সমস্যা হতে পারে। চোখের পাতার উপর নিয়ন্ত্রণ কমতে পারে।
  • স্ট্রোকের লক্ষণ অনেকের মুখেও ফুটে ওঠে। কারও মুখ বেঁকে যায়। কথাও জড়িয়ে যেতে পারে। অর্থাৎ স্পিচেও সমস্যা হয়।
  • স্ট্রোক হলে হাত বা পায়ে সমস্যা দেখা দিতে পারে। হাত-পা অসাড় হতে পারে। হাত বা পায়ের জোরও কমতে পারে।স্ট্রোকের জেরে হাত-পা প্যারালাইজড হওয়ার ঘটনাও ঘটে।
  • স্ট্রোকের পর মানসিক সমস্যাও হয় অনেকের। যেমন পরিচিত কাউকে চিনতে না পারা। সদ্য ঘটা ঘটনা মনে করতে না পারা।

বন্ধু হোক বা প্রতিবেশী বা পরিজন, উপরের লক্ষণগুলি বা কোনও লক্ষণ যদি দেখা যায় তাহলে তখনই সতর্ক হতে হবে। দ্রুত চিকিৎসকের কাছে নিয়ে যেতে হবে।