AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

যোনি থেকে ঘন তরল সাদা স্রাব বেরোচ্ছে, সঙ্গে দুর্গন্ধও ছাড়ছে? এটা স্বাভাবিক নাকি কোনও রোগের লক্ষণ

White Discharge in Women: যে সব মহিলার ঋতুস্রাবের আগে সাদা স্রাব নির্গত হয়, তাঁদের প্রতিদিনই যেন অস্বস্তিতে কাটে। সারাক্ষণ স্যাঁতস্যাঁত ভাব লেগে থাকে। প্যান্টিও অপরিষ্কার হয়ে থাকে। বারবার অন্তর্বাস পরিবর্তন করা যায় না। কমবেশি সব মহিলাকেই এই সমস্যার মুখে পড়তে হয়।

যোনি থেকে ঘন তরল সাদা স্রাব বেরোচ্ছে, সঙ্গে দুর্গন্ধও ছাড়ছে? এটা স্বাভাবিক নাকি কোনও রোগের লক্ষণ
| Updated on: Dec 23, 2023 | 12:57 PM
Share

মহিলাদের কাছে শুধু পিরিয়ডের ৪-৫দিন অস্বস্তিকর নয়। যোনি থেকে সাদা স্রাব নির্গত হলেও অস্বস্তি বাড়ে। যে সব মহিলার ঋতুস্রাবের আগে সাদা স্রাব নির্গত হয়, তাঁদের প্রতিদিনই যেন অস্বস্তিতে কাটে। এই সমস্যা চিকিৎসার ভাষায় লিউকোরিয়া বলা হয়। সারাক্ষণ স্যাঁতস্যাঁত ভাব লেগে থাকে। প্যান্টিও অপরিষ্কার হয়ে থাকে। বারবার অন্তর্বাস পরিবর্তন করা যায় না। কমবেশি সব মহিলাকেই এই সমস্যার মুখে পড়তে হয়। এই সাদা স্রাবের হাত থেকে বাঁচতে অনেকে প্যান্টি লাইন স্যানিটারি প্যাডও ব্যবহার করেন। কিন্তু এতে খুব বেশি উপকার মেলে না। কিন্তু এই সাদা স্রাব কী, এতে মহিলাদের দেহে কী প্রভাব পড়ে, চলুন জেনে নেওয়া যাক।

যোনি দিয়ে সাদা তরল নিঃসরণ স্বাভাবিক। কারও পিরিয়ডের আগে বা পরে সাদা স্রাব নির্গত হয়। কারও প্রতি মাসেই এই সমস্যা হয়। আবার কারও মাঝে-মধ্যে ঘটে। আবার অনেক সময় যোনিতে সংক্রমণ বা দেহে হরমোনের তারতম্য ঘটলে সাদা স্রাব নির্গত হয়। সাধারণ সাদা স্রাবের কোনও গন্ধ থাকে না। কিন্তু যদি আঁশটে গন্ধ ছাড়ে এবং সাদা রং হলুদ বা সবুজ হয়, তাহলে এটা সংক্রমণের কারণ ঘটতে পারে। এক্ষেত্রে স্রাবের পরিমাণও বেড়ে যায় এবং অস্বাভাবিকভাবে ঘন হয়।

মাসিক চক্রে ডিম্বাণু ফেটে সাদা স্রাব নির্গত হয়। এই সাদা স্রাব নির্গত হওয়া মহিলাদের জন্য ভাল। গর্ভধারণের জন্য আপনার শরীর প্রস্তুত, তারই ইঙ্গিত দেয় এই স্রাব। কিন্তু অস্বাভাবিকভাবে স্রাব নির্গত হলে এবং দুর্গন্ধ ছাড়লে এটি সংক্রমণের ইঙ্গিত দেয়। যদি কোনও সংক্রামক রোগের কারণে সাদা স্রাব নির্গত হয়, তাহলে যোনিতে জ্বালাভাব, চুলকানির মতো নানা উপসর্গ দেখা দেয়। এক্ষেত্রে দ্রুত গাইনোলজিস্ট দেখিয়ে নেওয়া উচিত। জরায়ু বা গর্ভাশয়ে কোনও জটিলতা তৈরি হলে অস্বাভাবিকভাবে স্রাব নির্গত হয়। অনেক ক্ষেত্রে অসুরক্ষিত যৌন মিলনের কারণেও সংক্রমণের ঝুঁকি বাড়ে।

অনেক সময় যোনি এলাকা পরিষ্কার না করা, ইউটিআই, রক্তাল্পতা, অতিরিক্ত মশলাদার খাবার খেলে, ডায়াবেটিস থাকলে, রোগ প্রতিরোধক ক্ষমতা দুর্বল হলেও যোনি থেকে অস্বাভাবিক সাদা স্রাব নির্গত হয়। সাদা স্রাবের সমস্যাকে এড়াতে নিয়মিত গোপনাঙ্গ  পরিষ্কার করুন। পাশাপাশি রাস্তাঘাটে বা যেখানে-সেখানে শৌচালয় ব্যবহার থেকে বিরত থাকুন। ঋতুস্রাব চলাকালীন ৪ ঘণ্টা অন্তর স্যানিটরি ন্যাপকিন বদলান। এতেও আপনি সংক্রমণের ঝুঁকি এড়াতে পারবেন। এতে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের ঝুঁকিও এড়ানো। এছাড়া প্রচুর পরিমাণে জল পান করুন। এতে ইউটিআই ও সাদা স্রাব থেকেও মুক্তি মিলবে।