Explained: অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ঠিক কী হয়েছে? শুনুন কী বলছেন চিকিৎসক
Abhijit Gangopadhyay: এই ব্যাকটেরিয়া আর পাঁচটা সাধারণ রোগের মতো নয়। এদের শক্তি অনেক বেশি। ডাক্তারি পরিভাষায় যাকে বলে রেজিস্ট্যান্স ব্যাকটেরিয়া। তাই সাধারণ কোনও অ্যান্টিবায়োটিক বা ওষুধ একে কাবু করতে পারে না।

শরীরের অবস্থা অত্যন্ত খারাপ প্রাক্তন বিচারপতি তথা বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। প্যানক্রিয়াসের জটিল রোগে আক্রান্ত তিনি। এক এক করে ফেল করতে শুরু করেছে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ। কলকাতায় আর সম্ভব নয় তাই তাঁকে তড়িঘড়ি এয়ার অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়া হয়েছে দিল্লি এইএমসে। জটিল ওই রোগের নাম গ্যাস্ট্রোইনটেস্টাইনাল সেপসিস। বিষয়টা আসলে কী? কেন হয় এই রোগ? বিশদে জানতে টিভি৯ বাংলা ডিজিটাল যোগাযোগ করেছিল প্রখ্যাত গ্যাস্ট্রোলজিস্ট চিকিৎসক সত্যপ্রিয় দে সরকারের সঙ্গে। কী বললেন তিনি? ইনটেস্টাইন বা পাকস্থলিতে আমাদের অসংখ্য ব্যাকটেরিয়া থাকে। যা পাকস্থলি থেকে কোলনের দিকে বাড়তে থাকে। সত্যপ্রিয়বাবু জানান, এই রোগ হলে পাকস্থলিতে যা ব্যাকটেরিয়া থাকে, কোলনে তার থেকে অনেক গুণ বেশি ব্যাকটেরিয়া থাকে। কিছু কিছু...





