AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

অভিজিৎ গঙ্গোপাধ্যায়

অভিজিৎ গঙ্গোপাধ্যায়

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তাঁর একের পর এক রায়। একাধিক মামলায় সিবিআই তদন্তের নির্দেশ। কলকাতা হাইকোর্টের বিচারপতি হিসেবে ২০২১ সালের নভেম্বর থেকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একাধিক রায় নিয়ে শোরগোল পড়ে যায়। একদিকে আন্দোলনরত চাকরিপ্রার্থীরা আশার আলো দেখেন। অন্যদিকে, রাজ্যের শাসকদল তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একাধিক মন্তব্যের বিরুদ্ধে সরব হয়। ২০২৪ সালের অগস্টে বিচারপতি হিসেবে অবসর নেওয়ার কথা ছিল তাঁর। তবে মেয়াদ শেষের আগেই বিচারপতি পদ থেকে ইস্তফা দিয়ে বিজেপিতে যোগ দেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

১৯৬২ সালের ২০ অগস্ট জন্ম অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। তাঁর বাবা একজন আইনজীবী ছিলেন। হাজরা ল কলেজ থেকে আইনে স্নাতক হন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। WBCS পরীক্ষা দিয়ে রাজ্য সরকারের এ গ্রেডের অফিসার হিসেবে উত্তর দিনাজপুরে কর্মজীবন শুরু করেন। তবে সেই চাকরি বেশিদিন করেননি। এরপর কলকাতা হাইকোর্টের আইনজীবী হিসেবে কাজ শুরু করেন।

২০১৮ সালের মে মাসে কলকাতা হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিযুক্ত হন তিনি। ২০২০ সালের জুলাই পর্যন্ত অতিরিক্ত বিচারপতি ছিলেন। তারপর কলকাতা হাইকোর্টের স্থায়ী বিচারপতি নিযুক্ত হন। ২০২৪ সালের ৫ মার্চ বিচারপতি পদ থেকে ইস্তফা দেন তিনি। রাজনীতির বৃহত্তর ক্ষেত্রে যেতেই এই সিদ্ধান্ত বলে জানান। একইসঙ্গে জানিয়ে দেন, ভারতীয় জনতা পার্টিতে যোগ দিচ্ছেন তিনি।

Read More

Abhijit Gangopadhyay on SSC: ‘আবার একটা জালিয়াতি হবে’, SSC-র নতুন পরীক্ষা নিয়েও ইঙ্গিত দিলেন অভিজিৎ

SSC News: ২০১৬-র নিয়োগের বেনিয়ম নিয়ে কলকাতা হাইকোর্টে একসময় মামলা শুনেছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। নিয়োগে দুর্নীতির অভিযোগে তাঁর রায়েই বাতিল হয়েছিল প্রায় ছাব্বিশ হাজারের চাকরি।

Sukanta Majumdar: অভিজিৎকে দেখতে গেলেন সদ্য ‘প্রাক্তন’ হওয়া সুকান্ত, কেমন আছেন গাঙ্গুলি?

Sukanta Majumdar: গত ১৪ জুন কলকাতার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। চিকিৎসকরা জানান, প্রাক্তন বিচারপতি গ্যাস্ট্রোইনটেস্টাইনাল সেপসিসে আক্রান্ত। কলকাতার ওই হাসপাতালে বেশ কয়েকদিন তিনি চিকিৎসাধীন ছিলেন। পরে এয়ার অ্যাম্বুল্যান্সে করে তাঁকে দিল্লির এইমসে নিয়ে যাওয়া হয়।

Abhijit Ganguly’s condition: লিক্যুইড খাবার খাচ্ছেন, দিল্লির AIIMS যাওয়ার পর কতটা অবস্থা পরিবর্তন হল অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

Abhijit Ganguly's condition: কলকাতায় অনেক টেস্ট হয়েছিল। সেগুলির রিপোর্ট আগেই এসেছিল। তবে দিল্লি যাওয়ার পর সেখানে নতুন করে সব টেস্ট হয়েছে। সেগুলির রিপোর্ট এসেছে। তাতে বেশ কিছু জটিলতা ধরা পড়েছে বলে জানা যাচ্ছে।

Abhijit Ganguly: কতটা সুস্থ অভিজিৎ গঙ্গোপাধ্যায়? দিল্লি থেকে কী আপডেট আসছে

Abhijit Ganguly: কলকাতার বেসরকারি হাসপাতালে বেশ কয়েকদিন ভর্তি ছিলেন তিনি। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় তাঁকে দিল্লি নিয়ে যাওয়া হয়। এইমস হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে।

Explained: অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ঠিক কী হয়েছে? শুনুন কী বলছেন চিকিৎসক

Abhijit Gangopadhyay: এই ব্যাকটেরিয়া আর পাঁচটা সাধারণ রোগের মতো নয়। এদের শক্তি অনেক বেশি। ডাক্তারি পরিভাষায় যাকে বলে রেজিস্ট্যান্স ব্যাকটেরিয়া। তাই সাধারণ কোনও অ্যান্টিবায়োটিক বা ওষুধ একে কাবু করতে পারে না।

Former Justice Abhijit Ganguly: স্থিতিশীল হলেও উদ্বেগজনক! ICU-তে ভর্তি প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তৈরি ৭ সদস্যের মেডিকেল বোর্ড

Former Justice Abhijit Ganguly: গ্যাস্ট্রোইনটেস্টাইনাল (জিআই) সেপসিস হল এমন এক ধরনের শারীরিক পরিস্থিতি যা পরিপাকতন্ত্রে সংক্রমণ থেকে তৈরি হয়। এ ধরনের অসুস্থতার জেরে রোগীর শারীরিক অবস্থা সঙ্কটজনক পর্যায়ে যেতে পারে।

Bratya Basu: ‘বিকাশ-কৃশানুর সেটিং’, অভিজিৎকে আক্রমণ করতে গিয়ে কী বললেন ব্রাত্য?

Bratya Basu: শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, "অভিজিৎ গঙ্গোপাধ্যায় যখন বিচারপতি ছিলেন, তখন রাজনীতিকের মতো কথা বলতেন। বিরোধীরা যেমন বলে থাকে।"

Abhijit Gangopadhyay: ‘তৃণমূল ফ্রি-হ্যান্ড দিলে অযোগ্যদের নাম বের করে দেব…’, বড় দাবি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

Abhijit Gangopadhyay: তাঁর আরও দাবি, 'একটা জালিয়াতি হয়েছে সেটা এখন স্পষ্ট। যারা করেছে তারা জেলে রয়েছে। সুতরাং, ওদের জেল থেকে বের করে জিজ্ঞাসাবাদের মাধ্যমে জালিয়াতি করে চাকরি পাওয়া শিক্ষকদের নাম বের করা দরকার।'

BJP MP Abhijit Gangopadhyay: অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্ল্যান ভেস্তে দিল প্লেন! খেতে হবে শোকজ

One Nation One Election Bill: যত সংখ্যক ভোট পাওয়ার কথা ছিল, তার তুলনায় কম ভোট পড়েছে বিলের সমর্থনে। মঙ্গলবার বিজেপির যে ২০ জন সাংসদ অনুপস্থিত ছিলেন, তাদের মধ্যে একজন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কেন তিনি হুইপ অমান্য করলেন?

Kalyan Banerjee: ভাঙল কাচ, কাটল হাত! ওয়াকফ মিটিংয়ে কল্যাণ-অভিজিতে ধুন্ধুমার

Kalyan Banerjee: অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের সঙ্গে তীব্র তর্কাতর্কিতে জড়িয়ে পড়েছিলেন কল্যাণ। কার্যত হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়। চরম উত্তেজনার মধ্যে, কল্যাণ বন্দ্য়োপাধ্যায় একটি কাচের জলের বোতল টেবিলে মেরে ভেঙে ফেলেন বলে অভিযোগ। ওই বোচলের ভাঙা কাচে তাঁর নিজেরই হাত কেটে যায়।