অভিজিৎ গঙ্গোপাধ্যায়

অভিজিৎ গঙ্গোপাধ্যায়

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তাঁর একের পর এক রায়। একাধিক মামলায় সিবিআই তদন্তের নির্দেশ। কলকাতা হাইকোর্টের বিচারপতি হিসেবে ২০২১ সালের নভেম্বর থেকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একাধিক রায় নিয়ে শোরগোল পড়ে যায়। একদিকে আন্দোলনরত চাকরিপ্রার্থীরা আশার আলো দেখেন। অন্যদিকে, রাজ্যের শাসকদল তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একাধিক মন্তব্যের বিরুদ্ধে সরব হয়। ২০২৪ সালের অগস্টে বিচারপতি হিসেবে অবসর নেওয়ার কথা ছিল তাঁর। তবে মেয়াদ শেষের আগেই বিচারপতি পদ থেকে ইস্তফা দিয়ে বিজেপিতে যোগ দেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

১৯৬২ সালের ২০ অগস্ট জন্ম অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। তাঁর বাবা একজন আইনজীবী ছিলেন। হাজরা ল কলেজ থেকে আইনে স্নাতক হন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। WBCS পরীক্ষা দিয়ে রাজ্য সরকারের এ গ্রেডের অফিসার হিসেবে উত্তর দিনাজপুরে কর্মজীবন শুরু করেন। তবে সেই চাকরি বেশিদিন করেননি। এরপর কলকাতা হাইকোর্টের আইনজীবী হিসেবে কাজ শুরু করেন।

২০১৮ সালের মে মাসে কলকাতা হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিযুক্ত হন তিনি। ২০২০ সালের জুলাই পর্যন্ত অতিরিক্ত বিচারপতি ছিলেন। তারপর কলকাতা হাইকোর্টের স্থায়ী বিচারপতি নিযুক্ত হন। ২০২৪ সালের ৫ মার্চ বিচারপতি পদ থেকে ইস্তফা দেন তিনি। রাজনীতির বৃহত্তর ক্ষেত্রে যেতেই এই সিদ্ধান্ত বলে জানান। একইসঙ্গে জানিয়ে দেন, ভারতীয় জনতা পার্টিতে যোগ দিচ্ছেন তিনি।

Read More

BJP MP Abhijit Gangopadhyay: অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্ল্যান ভেস্তে দিল প্লেন! খেতে হবে শোকজ

One Nation One Election Bill: যত সংখ্যক ভোট পাওয়ার কথা ছিল, তার তুলনায় কম ভোট পড়েছে বিলের সমর্থনে। মঙ্গলবার বিজেপির যে ২০ জন সাংসদ অনুপস্থিত ছিলেন, তাদের মধ্যে একজন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কেন তিনি হুইপ অমান্য করলেন?

Kalyan Banerjee: ভাঙল কাচ, কাটল হাত! ওয়াকফ মিটিংয়ে কল্যাণ-অভিজিতে ধুন্ধুমার

Kalyan Banerjee: অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের সঙ্গে তীব্র তর্কাতর্কিতে জড়িয়ে পড়েছিলেন কল্যাণ। কার্যত হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়। চরম উত্তেজনার মধ্যে, কল্যাণ বন্দ্য়োপাধ্যায় একটি কাচের জলের বোতল টেবিলে মেরে ভেঙে ফেলেন বলে অভিযোগ। ওই বোচলের ভাঙা কাচে তাঁর নিজেরই হাত কেটে যায়।