অভিজিৎ গঙ্গোপাধ্যায়
শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তাঁর একের পর এক রায়। একাধিক মামলায় সিবিআই তদন্তের নির্দেশ। কলকাতা হাইকোর্টের বিচারপতি হিসেবে ২০২১ সালের নভেম্বর থেকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একাধিক রায় নিয়ে শোরগোল পড়ে যায়। একদিকে আন্দোলনরত চাকরিপ্রার্থীরা আশার আলো দেখেন। অন্যদিকে, রাজ্যের শাসকদল তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একাধিক মন্তব্যের বিরুদ্ধে সরব হয়। ২০২৪ সালের অগস্টে বিচারপতি হিসেবে অবসর নেওয়ার কথা ছিল তাঁর। তবে মেয়াদ শেষের আগেই বিচারপতি পদ থেকে ইস্তফা দিয়ে বিজেপিতে যোগ দেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
১৯৬২ সালের ২০ অগস্ট জন্ম অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। তাঁর বাবা একজন আইনজীবী ছিলেন। হাজরা ল কলেজ থেকে আইনে স্নাতক হন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। WBCS পরীক্ষা দিয়ে রাজ্য সরকারের এ গ্রেডের অফিসার হিসেবে উত্তর দিনাজপুরে কর্মজীবন শুরু করেন। তবে সেই চাকরি বেশিদিন করেননি। এরপর কলকাতা হাইকোর্টের আইনজীবী হিসেবে কাজ শুরু করেন।
২০১৮ সালের মে মাসে কলকাতা হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিযুক্ত হন তিনি। ২০২০ সালের জুলাই পর্যন্ত অতিরিক্ত বিচারপতি ছিলেন। তারপর কলকাতা হাইকোর্টের স্থায়ী বিচারপতি নিযুক্ত হন। ২০২৪ সালের ৫ মার্চ বিচারপতি পদ থেকে ইস্তফা দেন তিনি। রাজনীতির বৃহত্তর ক্ষেত্রে যেতেই এই সিদ্ধান্ত বলে জানান। একইসঙ্গে জানিয়ে দেন, ভারতীয় জনতা পার্টিতে যোগ দিচ্ছেন তিনি।