Abhijit Ganguly: মন্ত্রী কি হবেন প্রাক্তন বিচারপতি? দিল্লি গেলেন অভিজিৎ গাঙ্গুলি
Oath taking of Narendra Modi: আজ সন্ধেয় রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী হিসেবে তৃতীয়বারের জন্য শপথ গ্রহণ করবেন নরেন্দ্র মোদী। সঙ্গে মন্ত্রিসভারও শপথ গ্রহণ হবে। বাংলা থেকে মোদীর মন্ত্রিসভায় কাদের ঠাঁই হবে, তা নিয়ে চর্চা শুরু হয়েছে বিভিন্ন মহলে। চর্চায় রয়েছে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নামও।

কলকাতা ও তমলুক: লোকসভা নির্বাচনে বাংলা থেকে বিজেপির অন্যতম চর্চিত প্রার্থী প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তমলুক থেকে ভোটে জিতেছেন। তারপর রবিবাসরীয় সকালে দিল্লির উদ্দেশে রওনা দিচ্ছেন বিজেপির জয়ী প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আজ সন্ধেয় রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী হিসেবে তৃতীয়বারের জন্য শপথ গ্রহণ করবেন নরেন্দ্র মোদী। সঙ্গে মন্ত্রিসভারও শপথ গ্রহণ হবে। বাংলা থেকে মোদীর মন্ত্রিসভায় কাদের ঠাঁই হবে, তা নিয়ে চর্চা শুরু হয়েছে বিভিন্ন মহলে। চর্চায় রয়েছে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নামও। এবার কি তবে কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা পাবেন তিনি? জোর গুঞ্জন শুরু হয়েছে রাজনৈতিক মহলে।
উল্লেখ্য, এবারের লোকসভা ভোটের আগে বাংলা থেকে তিন জন মন্ত্রী ছিল দিল্লিতে। শিক্ষা প্রতিমন্ত্রী ছিলেন সুভাষ সরকার, জাহাজ প্রতিমন্ত্রী ছিলেন শান্তনু ঠাকুর, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন নিশীথ প্রামাণিক। কিন্তু তাঁদের মধ্যে দু’জনেই (সুভাষ সরকার ও নিশীথ প্রামাণিক) এবার ভোটে পরাস্ত হয়েছেন। শান্তনু ঠাকুর কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা পাবেন কি না, তা নিয়েও চর্চা শুরু হয়েছে বিস্তর। পাশাপাশি, বিষ্ণুপুরের জয়ী প্রার্থী সৌমিত্র খাঁ এবার মন্ত্রিসভায় কোনও জায়গা পান কি না, সে দিকেও নজর রয়েছে রাজনৈতিক মহলের।
পাশাপাশি এবারের মন্ত্রিসভা গঠনের ক্ষেত্রে এনডিএ জোটের সমীকরণের দিকেও বিশেষ নজর থাকছে। সেদিক থেকে বাংলা থেকে কতজন মন্ত্রিসভায় জায়গা পান, সেদিকেও নজর রাজনৈতিক বিশ্লেষকদের। আজ সন্ধেয় রাষ্ট্রপতি ভবনে শপথগ্রহণ অনুষ্ঠানেই গোটা বিষয়টি স্পষ্ট হতে পারে।
