AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Chest Pain: মাঝে মধ্যেই বুকে ব্যথা হয়! গ্যাস-অম্বল না হৃদরোগের লক্ষণ, বুঝবেন কী ভাবে?

Chest Pain: চিন্তামুক্ত হতে বা দুশ্চিন্তা করার আগে প্রয়োজন সঠিক তথ্যের। ঠিক কি হলে আপনাকে সতর্ক, তা বুঝতে হবে। কোনটা হৃদরোগজনিত কারণে বুকে ব্যথা এবং কোনটি নয় সেই সম্পর্কে রইল প্রাথমিক ধারণা।

Chest Pain: মাঝে মধ্যেই বুকে ব্যথা হয়! গ্যাস-অম্বল না হৃদরোগের লক্ষণ, বুঝবেন কী ভাবে?
| Updated on: Aug 06, 2024 | 8:29 PM
Share

মাঝে মধ্যে টুকটাক বুকে ব্যথা কিন্তু ছোট বড় সবার হয়েই থাকে। তবে সেটাকে আমরা কেউ খুব একটা আমল দিই না। বরং অ্যাসিডিটি বলেই উড়িয়ে দেওয়ার চেষ্টা করি। তবে এই অভ্যাস কিন্তু ভাল না। হঠাৎ যদি মাঝ রাতে অসুস্থ হয়ে পড়েন, বা এমন কোথাও গিয়ে বুকে ব্যথা শুরু হয় যেখানে হাতের কাছে নেই ডাক্তার বা হাসপাতাল তখন বড় বিপদ হতে পারে।

আবার অনেকের হয়তো সেইরকম কিছুই হয়নি, কিন্তু অকারণে চিন্তা করেন। তাই চিন্তামুক্ত হতে বা দুশ্চিন্তা করার আগে প্রয়োজন সঠিক তথ্যের। ঠিক কি হলে আপনাকে সতর্ক, তা বুঝতে হবে। কোনটা হৃদরোগজনিত কারণে বুকে ব্যথা এবং কোনটি নয় সেই সম্পর্কে রইল প্রাথমিক ধারণা।

হৃদরোগের ফলে বুকের ঠিক মাঝখানে ব্যথা হতে পারে। আবার বুকের বাঁ দিকেও মোচড় দেওয়ার মতো ব্যথা হতে পারে।

এই সময় বুকে হঠাৎ করে মারাত্মক ব্যথা শুরু হয়। যেন শ্বাস আটকে আসে। বুকেও ভীষণ চাপ অনুভূত হয়।

অনেক ক্ষেত্রে ব্যথা বুক থেকে বাঁ-হাত দিয়ে ধীরে ধীরে নামতে থাকে। গরম না থাকলেও দর দর করে ঘাম হতে পারে। বমি ভাব থাকে, অথচ বমি হয় না। অনেক সময় মাথা ঘোড়ার সমস্যাও দেখা যায়।

পিঠে হঠাৎ তীব্র যন্ত্রণা হতে পারে। পাকস্থলির ঠিক ওপরের দিকে ব্যথা শুরু হয়ে বাড়তে থাকে। অধিকাংশ সময় এটাকে গ্যাস-অম্বলের ব্যথার সঙ্গে গুলিয়ে আমরা ভুল করি।

মহিলারা, বিশেষ করে ডায়েবেটিস রোগী হলে অক্সিজেনের অভাব অনুভব হতে পারে। মাথা ঘোরে, বুক ধড়ফড় করে।