AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Harnia: শিশুদের হার্নিয়া কেন হয়?

শিশু এবং নবজাতকদের মধ্যেও হার্নিয়ার সমস্যা দেখা যায়। হার্নিয়ার ধরনের মধ্যে অন্যতম হল ইনগুইনাল হার্নিয়া। নবজাতকদের মধ্যেই এই সমস্যা বেশি। জন্মগত ত্রুটির কারণে তা হয়। তবে অস্ত্রোপচারের মাধ্যমে এই সমস্যা থেকে মুক্তি সম্ভব। এর সফলতার হারও বেশি।

Harnia: শিশুদের হার্নিয়া কেন হয়?
প্রতীকী ছবি
| Updated on: Jul 13, 2024 | 2:26 PM
Share

হার্নিয়া হল এমন একটি অবস্থা যা প্রায়শই পেটে বা কুঁচকির আশেপাশে দেখা যায়। একটি অঙ্গ বা টিস্যু আশেপাশের পেশী বা সংযোগকারী টিস্যু দুর্বলতা ও গঠনগত ত্রুটির জন্য যখন শরীরের অভ্যন্তরের কোনো অঙ্গের অংশ যথাস্থান থেকে বের হয়ে আসে বা বের হয়ে আসার মতো অবস্থা তৈরি করে, তাকেই হার্নিয়া বলে। বিভিন্ন ধরনের হার্নিয়া হতে পারে। যদিও সেগুলির বেশিরভাগই প্রাণঘাতী নয়। তবে সময়ে চিকিৎসা না হলে সেগুলি বেদনাদায়ক হতে পারে। তবে জটিলতা এড়াতে অস্ত্রোপচারই এর উৎকৃষ্ট উপায়। চিকিৎসকরা জানাচ্ছেন, নিরাপদ অস্ত্রোপচারের মাধ্যমে এই সমস্যা থেকে মুক্তি সম্ভব। এই অস্ত্রোপচারে ঝুঁকির সম্ভাবনাও তেমন নেই।

শিশু এবং নবজাতকদের মধ্যেও হার্নিয়ার সমস্যা দেখা যায়। হার্নিয়ার ধরনের মধ্যে অন্যতম হল ইনগুইনাল হার্নিয়া। নবজাতকদের মধ্যেই এই সমস্যা বেশি। জন্মগত ত্রুটির কারণে তা হয়। তবে অস্ত্রোপচারের মাধ্যমে এই সমস্যা থেকে মুক্তি সম্ভব। এর সফলতার হারও বেশি। এই ধরনের হার্নিয়া শিশুর পক্ষে অস্বস্তিকর হলেও তা খুব ঝুঁকিপূর্ণ নয় বলেই মত চিকিৎসকদের।

তবে এই ধরনের হার্নিয়ার চিকিৎসায় দেরী কাম্য নয়। তাহলে জটিলতা বৃদ্ধির আশঙ্কা থেকে যায়। যখনই শিশুদের হার্নিয়া দেখা যাবে, তখনই শিশু সার্জন দেখাতে হবে এবং হার্নিয়াটোমি অপারেশনের সাহায্যে নিরাময় করা যায়।