Shani Sade Sati: ২০২৫ সালে শনি বাহনের গুঁতোয় সর্বনাশ হবে এই রাশির! শুরু হচ্ছে সাড়ে সাতি ও ধাইয়া দশা
Zodiac Signs: জ্যোতিষশাস্ত্র অনুসারে, প্রতিটি মানুষ তার জীবনের কোনও না কোনও সময়ে শনির সাড়ে সাতি দশার কোপে পড়েন। ২০২৫ সালের ২৯ মার্চে শনির গোচর হয়ে মীন রাশিতে গমন করবে। সেদিন থেকে শুরু হবে মেষ রাশিতে শনির সাড়ে সাতি দশা। শুরু হবে সাড়ে সাতি দশার প্রথম পর্ব। শনির সাড়ে সাতি দশা হলে যে কোনও মানুষকে নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়।

শনিদেবের কথা উঠলেই আতঙ্ক তৈরি হয় সকলের মনে। জ্যোতিষশাস্ত্রে শনিমহারাজের এক বিশেষ গুরুত্ব রয়েছে। কর্মফল ও ন্যায়ের দেবতা হিসেবে তিনি সকলের কর্মবিচার করে থাকেন। তাই তাঁকে নিষ্ঠুর দেবতাও বলা হয়। শনির অশুভ দৃষ্টিতে জীবন ছাড়খার পর্যন্ত হয়ে যায়। রাজা থেকে কাঙাল আবার দরিদ্র থেকে একেবারে রাজার আসনে বসতে পারা যায় শনির প্রভাবে। শনিগ্রহ হল সবচেয়ে ধীরগতির গ্রহ। তাই তার প্রভাবও পড়ে দীর্ঘকাল ধরে। শনির অবস্থানে সামান্যতম বদলও জীবনে বড় প্রভাব পড়ে। জ্যোতিষশাস্ত্র অনুসারে, ২০২৫ সালে শনিদেব মীন রাশিতে গমন করবে ও মেষ রাশিতে সাড়ে সাতি দশা শুরু হবে।সঙ্গে ধাইয়ারও প্রভাব পড়তে পারে। কোন রাশির উপর সবচেয়ে বেশি শনির প্রভাব পড়বে, সাড়ি সাতি দশায় সর্বনাশ ও সমস্য়া বাড়বে কার, তা জানুন এখানে…
জ্যোতিষশাস্ত্র অনুসারে, প্রতিটি মানুষ তার জীবনের কোনও না কোনও সময়ে শনির সাড়ে সাতি দশার কোপে পড়েন। ২০২৫ সালের ২৯ মার্চে শনির গোচর হয়ে মীন রাশিতে গমন করবে। সেদিন থেকে শুরু হবে মেষ রাশিতে শনির সাড়ে সাতি দশা। শুরু হবে সাড়ে সাতি দশার প্রথম পর্ব। শনির সাড়ে সাতি দশা হলে যে কোনও মানুষকে নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়।
২০২৫ সালে মেষ রাশির জীবন কঠিন হবে
সাড়ে সাতি দশার কারণে অর্থহানি, স্বাস্থ্য সমস্যা, দুর্ঘটনা, সম্মানহানি, কর্মজীবনে চরম চ্যালেঞ্জের মতো নানা সমস্যার সম্মুখীন হতে হয়। এই কারণেই ২০২৫ সালে শনির সাড়ে সাতি দশার কারণে মেষ রাশির জাতকদের নানা জটিল সমস্যায় পড়তে হতে পারে। তাই এই রাশির জাতক জাতিকাদের বেশ কিছু সতর্কতা অবলম্বন করা ভালো। তাতে সাড়ে সাতি দশার প্রভাব কিছুটা হলেও মুক্তি পাওয়া যায়।
মেষ রাশির জাতক-জাতিকাদের কী কী মাথায় রাখা উচিত
জ্যোতিষশাস্ত্র অনুসারে, মেষ রাশির জাতকদের জন্য আগামী বছর অর্থাত ২০২৫ সালটি অত্যন্ত কঠিন হতে চলেছে। শনির সাড়ে সাতি দশার অশুভ প্রভাব কমাতে অনেক ব্যয় নিয়ন্ত্রণ করা উচিত। লেনদেনে সতর্ক থাকা উচিত। কাগজপত্র ছাড়া অন্য কাউকে বড় অঙ্কের টাকা ধার দেবেন না। বিতর্ক থেকে দূরে থাকুন। অযথা কারওর সঙ্গে তর্ক করবেন না। বাইরের কাউকে অন্ধভাবে বিশ্বাস করবেন না। শত্রুরা ফাঁদ পেতে সমস্যা সৃষ্টি করতে পারে। স্বাস্থ্যের যত্ন নেওয়াও প্রয়োজন।
