Trigrahi Yog 2024: সূর্যের উল্টো চালে ত্রিগ্রহী যোগ, সৌভাগ্য পায়ে লুটিয়ে পড়বে এই ৩ রাশির জাতকদের পায়ে
Zodiac Signs: আগামী ১৬ অগস্ট সন্ধ্যে ৭টা ৫৩ মিনিটে সূর্য নিজ রাশিতে প্রবেশ করবে। এই সময় বুধ ও শুক্রের সঙ্গে সূর্যদেবের মিলন ঘটতে চলেছে। সূর্যদেব সিংহ রাশিতে প্রবেশ করার পর ত্রিগ্রহী যোগ তৈরি হতে চলেছে। এই শুভ যোগের প্রভাবে আর্থিক লাভ, সম্পত্তি লাভ ও সব রকমের সমস্যা থেকে মুক্তি পেতে চলেছেন।
শ্রাবণ মাস মানেই শুভ। তাই গোটা মাসে লেগেই রয়েছে কোনও কোনও বিশেষ দিন। গোটা মাসটাই শুভ। আগামী ১৬ অগস্ট, গ্রহরাজ সূর্যদেব রাশি পরিবর্তন করতে চলেছে। প্রায় ১২ মাস পর সূর্যদেব অন্য রাশিতে গমন করতে চলেছে। শুক্রের সঙ্গে সূর্যের মিলনের ফলে সিংহ রাশিতে শুক্রাদিত্য যোগ তৈরি হতে চলেছে। এছাড়া বুধের সঙ্গে সূর্যের মিলনের ফলে তৈরি হচ্ছে বুধাদিত্য যোগ। আগামী ১৬ অগস্ট সন্ধ্যে ৭টা ৫৩ মিনিটে সূর্য নিজ রাশিতে প্রবেশ করবে। এই সময় বুধ ও শুক্রের সঙ্গে সূর্যদেবের মিলন ঘটতে চলেছে। সূর্যদেব সিংহ রাশিতে প্রবেশ করার পর ত্রিগ্রহী যোগ তৈরি হতে চলেছে। এই শুভ যোগের প্রভাবে আর্থিক লাভ, সম্পত্তি লাভ ও সব রকমের সমস্যা থেকে মুক্তি পেতে চলেছেন।
এই ত্রিগ্রহী যোগের পাশাপাশি রাজলক্ষ্মী যোগও হতে চলেছে। সিংহ রাশিকে সূর্যের প্রবেশের কারণে এই ত্রিগ্রহী যোগ মোট ৭দিন স্থায়ী থাকবে বলে জানিয়েছেন জ্যোতিষীরা। এই শুভ যোগের প্রভাবে বেশ কয়েকটি রাশির ভাগ্যের তালা খুলে যেতে পারে। এর ফলে প্রচুর ধন লাভ হবে তো বটেই, ধনসম্পত্তিও বৃদ্ধি হবে তার সঙ্গে সঙ্গে। সূর্যদেবের গমনের কারণে সৌভাগ্য বৃদ্ধি পাবে কোন কোন রাশির জাতক-জাতিকাদের।
সিংহ রাশি: সিংহ রাশিতে সূর্য দেবতার প্রবেশের কারণে বুধাদিত্য যোগ তৈরি হবে।শুক্র ও বুধের মিলনের ফলে রাজলক্ষ্মী যোগে সিংহ রাশির জাতক-জাতিকারা সবচেয়ে বেশি উপকৃত হবেন। এই সময়কালে সিংহ রাশির জাতক জাতিকারা সম্পদ, গৃহ, কর্মস্থান ইত্যাদিতে বিশেষ সুবিধা পাবেন। অর্থ উপার্জনের নতুন পথ বেছে নিতে পারেন। বেসরকারি সেক্টরে কাজ করেন যারা, তাদের পদোন্নতি হতে পারে। সরকারি চাকরি ক্ষেত্রেও প্রচুর আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।
তুলা রাশি: সিংহ রাশিতে সূর্যের প্রবেশ ও ত্রিগ্রহী যোগের কারণে এই রাশির জাতক-জাতিকারা পরিবারের কাছ থেকে কিছু ভাল সুযোগ-সুবিধা পেতে পারে। তিনটি গ্রহের কারণে তুলা রাশির জাতকদের আকস্মিক সম্পত্তি লাভের প্রবল সম্ভাবনা রয়েছে।
বৃষ রাশি: এই রাশির জাতক-জাতিকারা বৃহস্পতি ও মঙ্গল গ্রহের মিলনে আর্থিক ও শারীরিক দিক থেকে অনেক সুযোগ-সুবিধা পেতে পারেন। এই ত্রিগ্রহী যোগ বৃষ রাশি সুখের অবস্থানে রয়েছে। এই ত্রিগ্রহী যোগে এই রাশির জাতক-জাতিকাদের সুখ, সম্পত্তি সুখ বৃদ্ধি পাবে হু হু করে। তবে মাতৃস্থানীয়দের শরীর ভালো যাবে না।