Guru Gochar 2023: বৃহস্পতির গতি বদলের সঙ্গে যোগ হচ্ছে গজলক্ষ্মী রাজযোগ! লাকি কারা?
Zodiac Signs: আগামী ৩১ ডিসেম্বর মাসে বৃহস্পতি নিজের গতি পরিবর্তন করবে। যার ফলে বেশ কিছু শুভ ও বিরল রাজযোগ গঠিত হতে চলেছে। এই শুভ রাজযোগ ও গ্রহের রাশি বদলের জের আছড়ে পড়বে সবকটি রাশির জাতকদের উপর।
জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, সময়ের ব্যবধানে গ্রহ ও নক্ষত্রের পরিবর্তন হয়ে থাকে। সেই সময় একটি নির্দিষ্ট সময়ের ব্যবধানেই ঘটে থাকে। সব গ্রহই এক রাশি থেকে অন্য রাশিতে প্রবেশ করে। আবার এক রাশি থেকে অন্য রাশিতে বের হয়। গ্রহ-নক্ষত্রের এই ঘটনাগুলি জ্যোতিষশাস্ত্রে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আগামী ৩১ ডিসেম্বর মাসে বৃহস্পতি নিজের গতি পরিবর্তন করবে। যার ফলে বেশ কিছু শুভ ও বিরল রাজযোগ গঠিত হতে চলেছে। এই শুভ রাজযোগ ও গ্রহের রাশি বদলের জের আছড়ে পড়বে সবকটি রাশির জাতকদের উপর। তাহলে বৃহস্পতির আশীর্বাদে কোন কোন রাশি ফুলে ফেঁপে উঠবে, তা দেখে নিন এখানে…
ধনু রাশি: ধনু রাশির জাতক-জাতিকারা বৃহস্পতির গতি পরিবর্তনের ফলে অনেক সুবিধা পাবেন। ব্যবসায় দ্বিগুণ লাভ পাবেন। অর্থ প্রবাহের নতুন পথ প্রশস্ত হবে। ধনলক্ষ্মী আসবে। দাম্পত্য জীবনে মাধুর্য থাকবে।
কর্কট রাশি: বৃহস্পতির গতি বদলের জেরে কর্কট রাশির জাতক-জাতিকাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ। গুরুর শুভ প্রভাবে প্রতিটি কাজে সাফল্য পেতে পারেন আপনি। সন্তানের জন্য ভাল খবর পেতে পারেন। যে কোনও ক্ষেত্রে নতুন কাজ শুরু করলে তা শুভ বলে মনে করা হয়। ব্যবসা আয় বৃদ্ধি ও অর্থলাভ পেতে পারেন।
সিংহ রাশি: সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য বৃহস্পতি গ্রহের অবস্থান বেশ শক্তিশালী হতে চলেছে। সমাজে সম্মান বৃদ্ধি পাবেন। চাকরির ক্ষেত্রে পদোন্নতিও পেতে পারেন এই রাশির জাতকরা।