Marriage Compatibility: এই মাঘে বিয়ে? কেমন কাটবে আপনার দাম্পত্য জীবন, রাশি অনুযায়ী দেখে নিন
Zodiac Signs: জ্যোতিষশাস্ত্র আপনার রাশি অনুযায়ী আপনার বিবাহিত জীবনের একটা আভাষ দিতে পারে। রাশি মিলিয়ে দেখে নিতে পারেন...

বিয়ের মরশুম আবার শুরু হল। মাঘ মাসের শুরু মানেই এবার একের পর এক বিয়ের বাড়ি লেগে থাকবে। যাঁরা এই মরশুমে গাঁটছড়া বাঁধতে চলেছেন, তাঁদের মনের ভিতর নানা বিষয় চলছে। নতুন সম্পর্ক, নতুন পরিবার, নতুন জীবনধারা—সবকিছু মানিয়ে গুছিয়ে নিয়ে চলতে পারব তো? এমন প্রশ্ন অনেকের মনেই উঠছে। বিবাহিত জীবন কেমন হতে চলেছে এটা নিয়ে সকলেই কমবেশি ভাবেন। যাঁরা প্রেম করে বিয়ে করছেন, তাঁরা অন্তত সঙ্গীকে নিয়ে খুব বেশি চিন্তাভাবনা করেন না। তবু নানা প্রশ্ন মাথায় ঘুরপাক খেতে থাকে। জ্যোতিষশাস্ত্র বলে দিতে পারে আপনার বিবাহিত জীবন কেমন হতে চলেছে। যদিও আপনি কোন রাশির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন, সেটাও গুরুত্বপূর্ণ। তবে, প্রাথমিকভাবে, জ্যোতিষশাস্ত্র আপনার রাশি অনুযায়ী আপনার বিবাহিত জীবনের একটা আভাষ দিতে পারে। রাশি মিলিয়ে দেখে নিতে পারেন…
মেষ রাশি- মেষ রাশির জাতক, জাতিকাদের বিবাহিত জীবন সুখের হয়। এঁদের বিবাহিত জীবনে প্রেম সদা বিরাজমান।
বৃষ রাশি- বৃষ রাশির ব্যক্তিদের বিবাহিত জীবন আপাতত দৃষ্টিতে সুখের হয়। তবে দাম্পত্য জীবনে ছোটখাটো সমস্যা আসতেই থাকে।
মিথুন রাশি- মিথুন রাশির জাতক, জাতিকারা যদি প্রেম করে বিয়ে করেন, সেক্ষেত্রে নানা জটিলতা আসতে পারে আপনাদের দাম্পত্য জীবনে। সাধারণত এই রাশির ব্যক্তিদের দাম্পত্য জীবন ভালই হয়।
কর্কট রাশি- কর্কট রাশির ব্যক্তিদের দাম্পত্য জীবন মিশ্র হয়। এঁরা প্রেম, বিবাদ সব কিছু নিয়ে মোটামুটি সুখেই সংসার করে।
সিংহ রাশি- সিংহ রাশির ব্যক্তিদের দাম্পত্য জীবন খুবই সুখের হয়। আপনি যদি লাভ ম্যারেজ করে থাকেন, সেক্ষেত্রেও বিবাহিত জীবনে কোনও বাধা আসবে না।
কন্যা রাশি- কন্যা রাশির জাতক, জাতিকাদের বিবাহিত জীবনে নানা সমস্যা আসতেই থাকে। এঁরা শান্তিতে সংসার করতে পারে না।
তুলা রাশি- তুলা রাশির ব্যক্তিদের দাম্পত্য জীবন খুব একটা সুখকর হয় না। প্রেমের ক্ষেত্রে এঁরা যতটা ভাগ্যবান হন, ততটাই সমস্যা দেখা দেয় এঁদের বিবাহিত জীবনে।
বৃশ্চিক রাশি- তুলা রাশির মতো বৃশ্চিক রাশির ব্যক্তিরাও দাম্পত্য জীবনে খুব একটা সুখ পান না। এঁদের বিবাহিত জীবনে ঝগড়া, ঝামেলা লেগেই থাকে।
ধনু রাশি- ধনু রাশির বিবাহিত জীবনে সুখ আসতে সময় নেয়। কিন্তু এমন নয় যে, এঁদের দাম্পত্য জীবনে কোনও জটিলতা থাকে।
মকর রাশি- মকর রাশির বিবাহিত জীবনে শনি এবং বৃহস্পতির নজর থাকে। সুতরাং, এঁদের দাম্পত্য জীবন ভালই কাটে। কিন্তু প্রেমের ক্ষেত্রে এঁরা ভাগ্যবান নয়।
কুম্ভ রাশি- বিবাহিত জীবনে সবচেয়ে বেশি অসুখী হন এই রাশির ব্যক্তিরা। এমনকী প্রেমের ক্ষেত্রেও এঁদের জীবনে নানা জটিলতা দেখা যায়।
মীন রাশি- মীন রাশি ব্যক্তিরা বেশ সুখেই সংসার করেন। এঁদের দাম্পত্য জীবন নিয়ে খুব একটা মাথা ঘামাতে হয় না।
(Disclaimer: এখানে উপলব্ধ তথ্য শুধুমাত্র বিশ্বাস এবং তথ্যের উপর ভিত্তি করে। এখানে উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে টিভিনাইন বাংলা কোনও বিশ্বাস বা তথ্য নিশ্চিত করে না। কোনও তথ্য বা বিশ্বাস অনুশীলন করার আগে একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন।)
