Horoscope Today : বিবাহিত জীবনে সুখ-শান্তি বজায় থাকবে কোন কোন রাশির! দেখুন আজকের রাশিফল

TV9 Bangla Digital | Edited By: দীপ্তা দাস

Jun 12, 2021 | 1:03 AM

মেষ থেকে মীন রাশি, রাশিচক্রের এই ১২টি রাশি আমাদের জীবনযাত্রার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। দৈনিক রাশিফল প্রতিদিনের ঘটনার ভবিষ্যকথন করে। বৈদিক জ্যোতিষে ১২টি রাশি-মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন- এর ভবিষ্যদ্বাণী করা হয়।

Horoscope Today : বিবাহিত জীবনে সুখ-শান্তি বজায় থাকবে কোন কোন রাশির! দেখুন আজকের রাশিফল

Follow Us

প্রত্যেক রাশির রাশিফল আলাদা-আলাদা হয়। আজকের রাশিফল আপনাকে বলবে আজকের দিনে কোন জিনিসের প্রতি অধিক ধ্যান রাখতে হবে, আপনার জীবন কোন পথে চলার ইঙ্গিত করছে, আজ কি আপনাকে উন্নতির পথে নিয়ে যাবে এবং আপনার সামনে কি বাধা আসতে পারে, তা জানতে আপনার গ্রহ-নক্ষত্ররা আপনার সম্পর্কে আজ কী বলছে, দেখে নেওয়া যাক একঝলকে…


ইতিবাচক মনোভাব এবং আত্মবিশ্বাসের সঙ্গে আপনার চারপাশের মানুষের মনে ছাপ ফেলতে পারবেন। ব্যবসায়ের লাভের মুখ দেখতে পারেন । ঘরে উৎসবের বাতাবরণ হলেও আপনার উত্তেজনা কম করবে। প্রেমিকা বা প্রেমিকের সঙ্গে মনোমালিন্য হতে পারে।

নিজেকে কিছু খেলাধূলায় নিয়োজিত করুন। সঙ্গী বা সঙ্গিনীর খারাপ স্বাস্থ্যের জন্য অনেট টাকা ব্যয় হতে পারে। পরিবারের সঙ্গে দূরে কোথাও ভ্রমণে যেতে পারেন। কর্মক্ষেত্রে ষড়যন্ত্রের শিকার হতে পারেন। চাকরি হারাবার ভয় পিছু করতে পারে। নিজের লক্ষ্যে স্থির থাকার চেষ্টা করুন।

নিজের স্বাস্থ্যের উপর নজর দিন। প্রবীণরা পুরনো বন্ধুদের সঙ্গে ফের আড্ডা দিতে পারেন। প্রেম হাতছাড়া করলে চলবে না। বিয়ের কথা উঠতে পারে পরিবারে। স্ত্রীর সঙ্গে অন্তরঙ্গ সময় কাটাতে পারবেন। হঠাত করে বন্ধুদের সঙ্গে দেখা হয়ে যেতে পারে।

অবসর যাপনের আনন্দ উপভোগ করবেন। স্বল্প সঞ্চয় হতে পারে। পরীক্ষার্থীদের জন্য শুভ দিন। মানসিক চিন্তা দূরে সরিয়ে রাখুন। আপনি মোবাইল বা টিভি তে প্রয়োজনের থেকে বেশি সময় ব্যয় করতে পারেন। বিবাহিত জীবন সুখের না হওয়ার কারণ খুঁজে বের করুন, তাহলে ফিরবে শান্তি।

স্বাস্থ্য ভালই থাকবে। আজ আপনার বন্ধুদের সঙ্গে খেলার পরিকল্পনা করতে পারেন। সব দিক খতিয়ে দেখার পর বিনিয়োগ করুন। আপনার স্ত্রীর সঙ্গে ভাল বোঝাপড়া ঘরে সুখ-শান্তি এবং সমৃদ্ধি আনবে। আপনি আপনার রোমান্টিক চিন্তা এবং অতীতের স্বপ্নে নিমগ্ন থাকবেন। বহুদিন পর সঙ্গীর সঙ্গে মন খুলে কথা বলবেন।

আধ্যাত্মিক চেতনায় মগন্ থাকবেন। জীবনে কোনও ভাল আর মন্দ তার বিচার আপনি করতে পারবেন। প্রাচীন জিনিস এবং গয়নায় বিনিয়োগ ও সমৃদ্ধি লাভ। পরিবারে কোন মহিলা সদস্যের স্বাস্থ্য দুশ্চিন্তার সৃষ্টি করতে পারে। সাহসের ফলে ভালবাসায় জয় আসবে।

আজকের আপনার স্বাস্থ্য মোটামুটি যাবে। আর্থিক সমস্যা নিয়ে স্ত্রীর সঙ্গে বিতর্ক তৈরি হতে পারে। শখ পূরণের জন্য পছন্দের কিছু জিনিস বলিদান দিতে হতে পারে। ব্যক্তিগত জীবনে উন্নতি। কর্মক্ষেত্রে সহকর্মীদের ষড়যন্ত্রের শিকার হতে পারেন।

আরও পড়ুন: শুক্রবারে কোন দেবতার আরাধনা করলে গৃহে শান্তি ফিরবে? জেনে নিন

কোনও ইস্যু নিয়ে দীর্ঘদিন ধরে মানসিক অবসাদে ভুগতে পারেন। আর্থিক দিতে থেকে লাভবান হতে পারেন এদিন। নতুন পরিস্থিতির মোকাবিলা করে জনপ্রিয় হতে পারেন। আপনার ঘনিষ্ঠ মানুষরা ব্যক্তিগত স্তরে সমস্যা সৃষ্টি করবে। দিনের শুরুকেই স্ত্রীর সঙ্গে তর্ক হতে পারে।

বিজ্ঞ ব্যক্তির সঙ্গে পরিচয় হতে পারে। সমাজমূলক কাজের সঙ্গে জড়িত থাকতে পারেন। বিবাহিত জীবন দারুণ উপভোগ করবেন। ব্যবসায়ীদের জন্য এইদিনটি শুভ। শিক্ষকতা করলে কিছু বাধাবিপত্তি আসতে পারে।

শরীরচর্চা ও খেলাধূলো নিয়ে ব্যস্ত থাকতে পারেন। যেমন আয়, তেমন ব্যয় করলে আপনারই মঙ্গল।প্রেম ভেঙে যেতে পারেন। মানসিক অবসাদ হলবে বন্ধুদের সঙ্গে কথা বলুন। অফিসের কাজ অফিসেই ফেলে আসুন। পরিশ্রমের কারণে ক্লান্তিভাব আপনাকে গ্রাস করছে।

কোনও ছোটখাটো দুর্ঘটনার মধ্যে পড়তে পারেন। সৃষ্টিশীল কাজকর্মের মধ্যে ব্যস্ত রাখুন। মন অস্থির হলে বই পড়ার অভ্যেস তৈরি করতে পারেন। আজকের দিনে বিনিয়োগ করতে পারেন। স্ত্রীর সঙ্গে রোম্যান্টিক মুহূর্ত কাটাতে পারেন। সন্তানের স্বাস্থ্য নিয়ে চিন্তায় থাকবেন।

মনে দ্বন্দ্ব দেখা দিলে মন খুলে কথা বলার লোক খুঁজে বের করুন। মানসিক সমস্যা কাটাতে না পারলে ডাক্তারের পরামর্শ নিতে পারেন। ব্যবসায় আর্থিক যোগ। বেকাররা আজ চাকরির সন্ধান পেতে পারেন। পরিবারে নতুন সদস্যের আগমন ঘটায় গৃহে শান্তি ফিরে আসতে পারে।

Next Article