Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Vishwakarma Puja 2023: বিশ্বকর্মা পুজোর দিনে রাজা ও রাজপুত্রের একসঙ্গে রাশি বদল, সুদিন ফিরে প্রচুর অর্থপ্রাপ্তি ৬ রাশির

Zodiac Signs: আগামী ১৭ সেপ্টেম্বর সূর্য কন্যা রাশিতে প্রবেশ করবে। কন্যা রাশি হল বুধের স্বরাশি। নির্দিষ্ট সময়ে এই ২ গ্রহ একে অপরের রাশিতে যাত্রা বদল করতে চলেছে,যা জ্যোতিষশাস্ত্রে একটি বিরল ও বিষ্ময়কর ঘটনা হতে চলেছে। এই সংমিশ্রণের প্রভাব দেখা যাবে ১২ রাশির উপরেই, তবে বেশ কিছু রাশির ভাগ্য জ্বলবে সূর্য়ের তেজের মতোই।

Vishwakarma Puja 2023: বিশ্বকর্মা পুজোর দিনে রাজা ও রাজপুত্রের একসঙ্গে রাশি বদল, সুদিন ফিরে প্রচুর অর্থপ্রাপ্তি ৬ রাশির
Follow Us:
| Edited By: | Updated on: Sep 14, 2023 | 8:15 PM

বৈদিক জ্যোতিষশাস্ত্র মতে, প্রতিটি গ্রহের রাশিচক্রের পরিবর্তনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। নির্দিষ্ট নিয়ম মেনে যখন একটি গ্রহ কোনও রাশিতে পরিবর্তিত হয় বা গমন করে, সেই বদলের প্রভাব আছড়ে পড়ে ১২ রাশির উপর। শাস্ত্র অনুসারে, গ্রহের রাশি পরিবর্তনের ফলে জাতকদের সুদিন ও সৌভাগ্য ফিরে আসে। সর্বক্ষেত্রেই উন্নতি ও সাফল্য অর্জন করেন জাতক-জাতিকারা। আত্মার প্রতীক সূর্যদেব ও বুদ্ধির প্রতীক বুধগ্রহ একসঙ্গে রাশি পরিবর্তন করতে চলেছে। আর তাতেই তৈরি হয়েছে এক অলৌকিক রাজযোগ।

জ্যোতিষশাস্ত্র অনুসারে, ১৬ সেপ্টেম্বর বুধগ্রহ সরাসরি সিংহ রাশিতে গমন করতে চলেছে। অন্যদিকে ১৭ সেপ্টেম্বর সূর্যদেব কন্যা রাশিতে প্রবেশ করবে। জ্যোতিষশাস্ত্রে, সূর্যদেবকে গ্রহের সর্বেসর্বা বা রাজা বলে মনে করা হয়। অন্যদিকে জ্যোতিষ ও সনাতন ধর্মে বুধগ্রহকে রাজকুমার হিসেবে গণ্য করা হয়। এই মহাজাগতিক ও অলৌকিক পরিস্থিতিতে, রাজা ও রাজপুত্র উভয়েই একে অপরের রাশিতে প্রবেশ করবে, যার ফলে বেশ কিছু রাশির জাতক-জাতিকাদের ভাগ্য সোনার মতো উজ্জ্বল হতে চলেছে।

হিন্দু ক্যালেন্ডার অনুসারে, জ্যোতিষশাস্ত্র অনুসারে, আগামী ১৬ সেপ্টেম্বর বুধ গ্রহ সিংহ রাশিতে চলে যাবে। সিংহ রাশি হল সূর্যের স্বরাশি। আগামী ১৭ সেপ্টেম্বর সূর্য কন্যা রাশিতে প্রবেশ করবে। কন্যা রাশি হল বুধের স্বরাশি। নির্দিষ্ট সময়ে এই ২ গ্রহ একে অপরের রাশিতে যাত্রা বদল করতে চলেছে,যা জ্যোতিষশাস্ত্রে একটি বিরল ও বিষ্ময়কর ঘটনা হতে চলেছে। এই সংমিশ্রণের প্রভাব দেখা যাবে ১২ রাশির উপরেই, তবে বেশ কিছু রাশির ভাগ্য জ্বলবে সূর্য়ের তেজের মতোই।

মেষ রাশি: সূর্য ও বুধ গ্রহের রাশি বদলের কারণে এই রাশির জাতকদের জন্য সুখের বন্যা বইতে শুরু করবে। পরিবারে সুখ শান্তি বজায় থাকবে। আয় বৃদ্ধি হবে আশাতীত। যে কোনও কাজে স্ত্রীর কাছ থেকে সমর্থন পেতে পারেন। অগাধ অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনা রয়েছে।

কর্কট রাশি: সূর্য ও বুধের সংমিশ্রণের কারণে এই রাশির জাতক-জাতিকারা পজিটিভ শক্তি ও আত্মবিশ্বাস ফিরে পেতে পারেন। মন থাকবে ফুরফুরে, খরচের নিয়ন্ত্রণ বিপদে পড়তে পারেন। অর্থপ্রাপ্তি থাকলেও লেনদেনে সতর্ক থাকুন। কর্মজীবনে সাফল্য ও উন্নতির সম্ভাবনা রয়েছে অনেক।

সিংহ রাশি: সূর্যের রাশি পরিবর্তনের কারণে এই রাশির জাতক-জাতিকাদের জন্য প্রচুর ধন-সম্পদ লাভের প্রবল সম্ভাবনা রয়েছে। যে কোনও ক্ষেত্রে উন্নতি হবে। হঠাৎ আর্থিক লাভ হবে, আটকে থাকা কাজ এই সময়েই শেষ হতে পারে, ব্যবসায় উন্নতি ও আয় বৃদ্ধি হতে পারে, বিবাহিত জীবনে সুখের বন্যা বইবে আগের মতোই।

কন্যা রাশি: এই রাশির জাতক-জাতিকাদের জন্য বুধ ও সূর্যের এই সংমিশ্রণের জেরে ব্যবসায় দারুণ উন্নতি ঘটবে আপনার। নতুন নতুন প্রজেক্ট হাতে আসবে ও তাতে সাফল্যও আসতে পারে। চাকরিজীবীরাও সুবিধা এই সময় সুবিধা পেতে পারেন। বিদেশযাত্রার সুযোগ পেতে পারেন। অর্থসঙ্কট কেটে অবস্থা আরও শক্তিশালী হতে পারে।

বৃশ্চিক রাশি: বুধ ও সূর্য গ্রহের পরিবর্তনের কারণে এই রাশির জাতক-জাতিকারা বিশেষ সুযোগ-সুবিধা পাবেন। অর্থলাভ ঘটবে এই সময়েই। স্বাস্থ্য এই সময় ভালোই থাকবে। দাম্পত্য জীবনে সুখের বন্যা। চাকরিজীবীরা কর্মক্ষেত্রে সহকর্মীদের সহযোগিতা পেতে পারেন, কাজের প্রশংসাও পেতে পারেন আপনি।

ধনু রাশি: এই রাশির জাতক-জাতিকারা জীবনে অনেক পরিবর্তন ঘটতে পারে। ব্যবসায় বহুগুণ লাভবান হতে পারেন, কর্মক্ষেত্রে কর্মজীবীদের পদোন্নতি ও অবস্থান হবে শক্তিশালী। স্ত্রী-সন্তান ও পরিবারের সদস্যদের থেকে সব কাজে সমর্থন পেতে পারেন। তাতে সাফল্যে আসবে খুব তাড়াতাড়ি।