জ্যোতিষ মতে শুক্র (Shukra) এবং বৃহঃস্পতির (Venus) রাশি পরিবর্তনকে অত্যন্ত ইঙ্গিতবাহী এবং ঘটনাবহুল পরিস্থিতি বলে মনে করা হয়। এই দু’টি গ্রহের রাশির (Zodiac Signs) ঘর পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন ব্যক্তির জীবনে শুক্রগ্রহের (Shukra Gochar) প্রভাব অপরিসীম। প্রেম, প্রীতি, বিবাহ, সম্পর্ক, আবেগ, সৌখিনতা, সৌন্দর্য, জীবনে ভারসাম্য ও সমৃদ্ধি প্রদান করে শুক্র। শুক্রের শুভ প্রভাবে একজন ব্যক্তির প্রতি বহু ব্যক্তি আকর্ষিত হন। এই গ্রহের শুভ প্রভাবে স্বামী-স্ত্রী, প্রেমিক-প্রেমিকার মধ্যে সম্পর্কে স্থিতাবস্থা আসে। ইতিবাচক অর্থনৈতিক সমৃদ্ধি প্রদান করে শুক্র।
অপরদিকে বৃহস্পতি হল সাফল্যের গ্রহ। সম্পদ, জ্ঞান, জীবনে শান্তি আনে বৃহস্পতির শুভ অবস্থান। শুক্র এবং বৃহস্পতি দু’দিন পরেই সমরাশিতে অবস্থান করতে চলেছে। এই ঘটনায় বা এই দুই গ্রহের প্রভাবে তিনটি রাশির জাতক-জাতিকার জীবনে আসতে চলেছে বিরাট পরিবর্তন। আগামী ২৭ এপ্রিল শুক্র প্রবেশ করছে মীন রাশিতে। অন্যদিকে বৃহঃস্পতি ইতিমধ্যেই সেখানে আগে থাকতেই অধিষ্ঠান করে আছেন। দৈত্যগুরু শুক্র এবং দেবগুরু বৃহস্পতির এই সাক্ষাৎকে অত্যন্ত শুভ ও ফলদায়ক বলে মনে করছেন জ্যোতিষ বিশেষজ্ঞরা। দুই গ্রহের সমরাশিতে অবস্থানের প্রভাবে তিনটি রাশির জীবনে অত্যন্ত ইতিবাচক পরিবর্তন আনতে চলেছে। এমন কিছু ঘটতে চলেছে যা তাঁরা আগে ভাবেননি।
বৃষ রাশি: মীনরাশিতে শুক্র ও বৃহঃস্পতির অবস্থানের সুফল ভোগ করবেন বৃষরাশির জাতক-জাতিকার। আয় বাড়তে চলেছে তাঁদের। প্রভূত আয়ের ফলে আর্থিক স্থিতাবস্থা দেখা যাবে বৃষ রাশির জাতক-জাতিকাদের জীবনে। সমস্ত ধার-দেনা মিটিয়ে ফেলতে পারবেন। কর্মজীবনে হঠাৎ করেই মিলবে অত্যন্ত সাফল্য। বিলাসিতায় জীবন কাটাতে পারবেন।
মিথুন রাশি: দৈত্যগুরু ও দেবগুরুর যুগলবন্দিতে মিথুনরাশির জাতক-জাতিকার পেতে পারেন নতুন একটি কর্মের সন্ধান। আবার পুরনো কর্মস্থলে পদোন্নতি, মাইনে বৃদ্ধির মতো ঘটনাও ঘটতে পারে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রশংসা লাভ হবে। ব্যবসায়ীদেরও আয় বৃদ্ধি পাবে।
কর্কটরাশি: বিদেশভ্রমণের সম্ভাবনা উজ্জ্বল হচ্ছে কর্কটরাশির জাতক-জাতিকার জীবনে। বিদেশ থেকে মিলতে পারে প্রভূত অর্থ। আয় অতিশয় বৃদ্ধি পাওয়ার যোগ তৈরি হচ্ছে। কর্মলাভের ইন্টারভিউয়ে অবশ্যই সাফল্য আসবে।