Vande Bharat Express: ১.১১ কোটি যাত্রী চড়েছেন বন্দে ভারতে, জানালেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী জানিয়েছেন, গত কয়েক মাসে ২৫টি বন্দে ভারত ট্রেনের উদ্বোধন হয়েছে। রবিবার হল ৯টি ট্রেনের উদ্বোধন। এই ৯টি ট্রেন রাজস্থান, তামিলনাড়ু, তেলঙ্গানা, অন্ধ্র প্রদেশ, কর্নাটক, বিহার, পশ্চিমবঙ্গ, কেরল, ওড়িশা, ঝাড়খণ্ড এবং গুজারাটের উপর দিয়ে চলবে।
নয়াদিল্লি: রবিবার ৯টি নতুন বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ১১টি রাজ্যের একাধিক ধর্মীয় এবং পর্যটন স্থানকে জুড়বে এই ট্রেনগুলি। ভিডিয়ো কনফারেন্সিয়ের মাধ্যমে এই ট্রেন উদ্বোধনে পর বন্দে ভারত সংক্রান্ত বেশ কিছু পরিসংখ্যানের কথা জানিয়েছেন তিনি। তাঁর আমলে ভারতীয় রেল কী ভাবে এগিয়ে যাচ্ছে, সে কথা তুলে ধরার পাশাপাশি অতীতে রেল পরিচালনা নিয়ে আক্ষেপ শোনা গিয়েছে মোদীর কথায়।
প্রধানমন্ত্রী জানিয়েছেন, গত কয়েক মাসে ২৫টি বন্দে ভারত ট্রেনের উদ্বোধন হয়েছে। রবিবার হল ৯টি ট্রেনের উদ্বোধন। এই ৯টি ট্রেন রাজস্থান, তামিলনাড়ু, তেলঙ্গানা, অন্ধ্র প্রদেশ, কর্নাটক, বিহার, পশ্চিমবঙ্গ, কেরল, ওড়িশা, ঝাড়খণ্ড এবং গুজারাটের উপর দিয়ে চলবে। এই উদ্বোধনের আগে বন্দে ভারত ট্রেনের জনপ্রিয়তা বাড়ছে বলেও দাবি করেছেন তিনি। প্রধানমন্ত্রী জানিয়েছেন, ইতিমধ্যেই ১ কোটি ১১ লক্ষ যাত্রী বন্দে ভারতে যাত্রা করেছেন। ভারতীয় রেল নিম্ন ও উচ্চবিত্ত মানুষের বড় ভরসা তাও উল্লেখ করেছেন তিনি। সেই সঙ্গে প্রধানমন্ত্রীর আশা, “এই দিন আর বেশি দেরি নেই, যখন দেশের প্রতিটি প্রান্তকে জুড়বে এই ট্রেন।”
প্রধানমন্ত্রী রবিবার বলেছেন, “ভারতীয় রেল গরিব এবং মধ্যবিত্ত মানুষের যাতায়াতের সবথেকে বড় ভরসা। ভারতীয় রেলে এক দিনে যত মানুষ যাতায়াত করেন, তা অনেক দেশের জনসংখ্যার থেকে বেশি।” এর পরই মোদী আক্ষেপ করেছেন অতীতে ভারতীয় রেলের উন্নয়নের বিষয়ে খুব একটা নজর দেওয়া হত না। এ প্রসঙ্গে মোদী বলেছেন, “ভারতীয় রেলের আধুনিকীকরণের জন্য অতীতে খুব একটা নজর দেওয়া হত না। কিন্তু আমাদের সরকার ভারতীয় রেলের উন্নতিতে সদা সচেষ্ট।”