Hacking: প্রতি রোগীর তথ্য ৮ হাজার টাকা! দেড় লক্ষ রোগীর তথ্য বিক্রি হয়ে গেল অনলাইনে
প্রতি রোগীর তথ্য পিছু ১০০ মার্কিন ডলার বা ভারতীয় মুদ্রায় ৮ হাজার টাকার বেশি দর চেয়েছিল বলে অভিযোগ। রোগীদের তথ্যের দাম ৩০০ থেকে ৪০০ মার্কিন ডলার উঠেছিল বলে জানা গিয়েছে।

তিরুচিরাপল্লি: দিল্লি এইমসের পর তামিলনাড়ু হাসপাতালেরও লক্ষাধিক রোগীর তথ্য বেহাত হয়ে গেল! হ্যাকার-হানার জেরে তামিলনাড়ু শ্রী সরণ মেডিক্যাল সেন্টার হাসপাতালের অন্তত দেড় লক্ষ রোগীর তথ্য অনলাইনে বিক্রি করে দেওয়া হয়েছে বলে অভিযোগ। ডার্ক ওয়েবের মাধ্যমেই হাসপাতালের রোগীর তথ্য চুরি গিয়েছে বলে অভিযোগ। গোটা ঘটনা খতিয়ে দেখছে সাইবার অপরাধের উপর নজরদারি সংস্থা ক্লাউডসেক।
জানা গিয়েছে, দিল্লি এইমস হাসপাতালের ওয়েবসাইট হ্যাকিংয়ের পরদিনই হ্যাকারদের কবলে পড়ে তামিলনাড়ুর শ্রী সরণ মেডিক্যাল সেন্টার নামে একটি সুপার স্পেশ্যালিটি হাসপাতালের ওয়েবসাইট। মূলত রোগীদের তথ্য রাখতে ভেন্ডরের যে ওয়েবসাইট ব্যবহার করা হয়, সেটিও হ্যাক হয়। ফলে রোগীদের নাম, ঠিকানা সহ বিস্তারিত তথ্য, এমনকি চিকিৎসকদের নামও হ্যাকাররা অনলাইনে বিক্রি করে দিয়েছেন বলে ক্লাউডসেক সূত্রে খবর। ক্লাউডসেক-এর অধিকর্তা বলেন, “হাসপাতালের মোট তিনটি ওয়েবসাইট হ্যাক করা হয়। প্রথমে আইটি ল্যাবের ওয়েবসাইট টার্গেট করা হয়। সেটির মধ্য দিয়ে হ্যাকাররা ভেন্ডর সিস্টেমের ভিতর ঢওকে এবং রোগী সহ চিকিৎসকদের তথ্য হাতিয়ে নেয়।” এটা ওই হাসপাতালের রোগীদের ব্যক্তিগত পরিচয়ের তথ্য এবং স্বাস্থ্য তথ্য সুরক্ষার উপর হানা বলে ক্লাউডসেক জানিয়েছে।
ক্লাউডসেক সূত্রে খবর, হ্যাকাররা শ্রী সরণ মেডিক্যাল সেন্টার হাসপাতালের রোগী ও চিকিৎসকের তথ্য বিক্রি করার জন্য রীতিমতো অনলাইনে বিজ্ঞাপন দিয়েছিল। প্রতি রোগীর তথ্য পিছু ১০০ মার্কিন ডলার বা ভারতীয় মুদ্রায় ৮ হাজার টাকার বেশি দর চেয়েছিল বলে অভিযোগ। রোগীদের তথ্যের দাম ৩০০ থেকে ৪০০ মার্কিন ডলার উঠেছিল বলে জানা গিয়েছে।
প্রসঙ্গত, দিন তিনেক আগেই এইমস-এর প্রধান ৫টি সার্ভারের তথ্য চুরি গিয়েছে। লক্ষ লক্ষ রোগীর তথ্য চুরি গিয়েছে বলে জানা যাচ্ছে। এর পিছনে চিনা হ্যাকারদের হাত রয়েছে বলে গোয়েন্দাদের সন্দেহ। চুরি করা তথ্য ইন্টানেট দুনিয়ার গোপন অংশ, ডার্ক ওয়েবে বিক্রি করা হয়েছে বলে গোয়েন্দাদের অনুমান। কেননা এইমস-এর ১৬০০-র বেশি ডেটা ডার্ক ওয়েবে দেখা যাচ্ছে। যার মধ্যে রাজনীতিক, সেলিব্রিটি সহ ভিভিআইপি-দের তথ্যও রয়েছে। এইমস-এর সার্ভার হ্যাকিংয়ের বিষয়টি নিয়ে সিইআরটি, এনআইএ এবং দিল্লি পুলিশ যৌথভাবে তদন্ত শুরু করেছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখর।
