অতর্কিতে জঙ্গি হামলা অসম প্যারামিলিটারি বাহিনীর উপর, গুলির লড়াইয়ে নিহত ১ জওয়ান, আহত ২

এই ঘটনার পরিপ্রেক্ষিতে এলাকা জুড়ে জঙ্গি নিকেশ অভিযান শুরু করা হয়েছে।

অতর্কিতে জঙ্গি হামলা অসম প্যারামিলিটারি বাহিনীর উপর, গুলির লড়াইয়ে নিহত ১ জওয়ান, আহত ২
ফাইল চিত্র
Follow Us:
| Updated on: May 23, 2021 | 6:28 AM

গুয়াহাটি:অরুণাচলে হামলা অসম রাইফেলস প্যারামিলিটারি ফোর্সের উপর। শনিবার ন্যাশনাল সোশ্যালিস্ট কাউন্সিল অব নাগাল্যান্ড জঙ্গিগোষ্ঠীর হামলায় নিহত হয়েছেন এক জওয়ান, আহত আরও দুই। তাঁদের বিশেষ হেলিকপ্টারে করে সেনা হাসপাতালে নিয়ে আসা হয়েছে।

জানা গিয়েছে, অরুণাচল প্রদেশের চ্যাংলাং জেলায় অসমের সেনাবাহিনীর উপর আচমকাই হামলা চালায় জঙ্গিরা। শনিবার সকাল নটা নাগাদ একটি অভিযান শুরু করে সেনাবাহিনী। সেই সময়ই আচমকা চারিদিক থেকে ঘিরে গুলি বর্ষণ শুরু করে জঙ্গিরা।

এই বিষয়ে ওই অঞ্চলের ডেপুটি কমিশনার দেবাংশ যাদব বলেন, “অরুণাচল প্রদেশের নামপং সার্কেলের লংভি গ্রামে সেনাবাহিনী ও জঙ্গিদের গুলির লড়াইয়ে অসম রাইফেলস জওয়ানদের একজন নিহত ও দুইজন আহত হয়েছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে এলাকায় জঙ্গি নিকেশ অভিযান শুরু করা হয়েছে।”

বহু যুগ ধরেই কেন্দ্রের শাসনের বিরোধিতা করে আসছে ন্যাশনাল সোশ্যালিস্ট কাউন্সিল অব নাগাল্যান্ড। ১৯৯৭ থেকে কেন্দ্রের সঙ্গে কথাবার্তা শুরু হয় এই সংগঠনের। ২০১৫ সালে একটি শান্তি চুক্তি স্বাক্ষর হলেও গতবছর থেকেই ফের এই জঙ্গিগোষ্ঠীর সক্রিয়তা নজরে আসে।

আরও পড়ুন: সুখবর: করোনার অতি সংক্রামক প্রজাতিকে রুখতে সক্ষম কোভিশিল্ড, জানাল ব্রিটিশ সরকার