Plane Crash: ট্র্যাফিক জ্যামে ১০ মিনিট লেট, এয়ার ইন্ডিয়ার বিমান ধরতে না পেরে প্রাণে বেঁচে গেলেন এই মহিলা
Plane Crash: ২ বছর পর ভারতে এসেছিলেন ভূমি। গতকাল এয়ার ইন্ডিয়ার AI171 বিমানে তাঁর লন্ডন ফিরে যাওয়ার কথা ছিল। কিন্তু, আহমেদাবাদ শহরে যানজটের কারণে নির্ধারিত সময়ের ১০ মিনিট দেরিতে বিমানবন্দরে পৌঁছন তিনি। সেজন্য তাঁকে বিমানে উঠতে দেওয়া হয়নি।

আহমেদাবাদ: অভিশপ্ত বিমানে তাঁরও থাকার কথা ছিল। কিন্তু, যানজটে আটকে বিমানবন্দরে পৌঁছতে ১০ মিনিট দেরি হয়ে গিয়েছিল। আর এই ১০ মিনিট দেরি হওয়াই প্রাণ বাঁচিয়ে দিল গুজরাটের ভূমি চৌহানের। প্রাণে বেঁচে ঈশ্বরকে ধন্যবাদ দিচ্ছেন তিনি।
২ বছর পর ভারতে এসেছিলেন ভূমি। গতকাল এয়ার ইন্ডিয়ার AI171 বিমানে তাঁর লন্ডন ফিরে যাওয়ার কথা ছিল। কিন্তু, আহমেদাবাদ শহরে যানজটের কারণে নির্ধারিত সময়ের ১০ মিনিট দেরিতে বিমানবন্দরে পৌঁছন তিনি। সেজন্য তাঁকে বিমানে উঠতে দেওয়া হয়নি। যে বিমানে উঠতে না পেরে মন খারাপ হয়ে গিয়েছিল তাঁর, সেই বিমানই দুর্ঘটনার কবলে পড়ে। বিমানের একজন যাত্রী ছাড়া সবার মৃত্যু হয়েছে।
বিমানে উঠতে না পারায় প্রাণে বেঁচে যাওয়া নিয়ে ভূমি বলেন, “আমি কাল লন্ডনে ফিরে যাচ্ছিলাম। ১টা ১০ মিনিটে আমার ফ্লাইট ছিল। যানজটের কারণে বিমানবন্দরে পৌঁছাই ১২টা ২০ মিনিটে। কিন্তু, ১২টা ১০ মিনিটে এয়ার ইন্ডিয়ার ওই বিমানের চেক ইন ও অন্যান্য প্রক্রিয়া বন্ধ হয়ে যায়। চেক ইন গেটে পৌঁছনোর পর আমি তাদের অনেক অনুরোধ করি। বলি, মাত্র ১০ মিনিট দেরি হয়েছে। আমাকে যেতে দিন। অভিবাসনের কাগজপত্র দ্রুত ক্লিয়ার করে দেব। তবে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ আমার আবেদন খারিজ করে দেয়। বলে, আমার ১০ মিনিটের দেরির জন্য বিমান ছাড়তে ১৫ মিনিট দেরি হতে পারে।”
বাড়ি ফেরার পথেই দুর্ঘটনার খবর তিনি পান জানিয়ে ভূমি বলেন, “আমরা বাড়ি ফেরার পথেই গাড়িতে খবর দেখতে পাই। আমি স্তম্ভিত হয়ে যাই। বেঁচে যাওয়ার জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানাই। কিন্তু, এই ঘটনা খুবই হৃদয়বিদারক।”

