AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Himachal Pradesh: ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে বাঁধে আটকে নৌকা, প্রাণ হাতে উদ্ধারের আশায় বন আধিকারিক সহ ১০

Stuck on Dam: ডেপুটি কমিশনার অরিন্দম চৌধুরী জানান, জলস্তর বেড়ে যাওয়ায় পাঁচজন বন দফতরের আধিকারিক সহ মোট ১০ জন কোল বাধে আটকে পড়েছেন। ইতিমধ্য়েই ঘটনাস্থলে পৌঁছেছে এনডিআরএফের দল। উদ্ধারকাজ শুরু করা হয়েছে।

Himachal Pradesh: ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে বাঁধে আটকে নৌকা, প্রাণ হাতে উদ্ধারের আশায় বন আধিকারিক সহ ১০
উদ্ধারকাজ শুরু করেছে এনডিআরএফ।Image Credit: ANI
| Edited By: | Updated on: Aug 21, 2023 | 8:07 AM
Share

সিমলা: মেঘভাঙা বৃষ্টিতে ভাসছে গোটা রাজ্য। দিকে দিকে বিপর্যয় ঘটছে। তার মাঝেও বাধের কাজ করছিলেন কর্মী-শ্রমিকেরা।  হঠাৎ ঘটল বিপত্তি। নদীতে জলস্তর হঠাৎ বেড়ে যাওয়ায় বাধের মধ্যে আটকে পড়লেন ১০ জন। রবিবার হিমাচল প্রদেশের (Himachal Pradesh) মান্ডি জেলায় কোল ড্যাম হাইডেল প্রজেক্টে (Kol Dam Hydel Project) এই ঘটনাটি ঘটে। আটকে থাকা ১০ জনের মধ্যে ৫ জন বন দফতরের কর্মী রয়েছেন বলে জানা গিয়েছে।

স্থানীয় সূত্রে খবর, লাগাতার বৃষ্টির জেরে নদীর জলস্তর বেড়ে গিয়েছে। এদিকে কোনও একটি কাজে পাঁচজন স্থানীয় বাসিন্দাদের নিয়ে বোটে করে নদীতে নামেন বন দফতরের পাঁচ আধিকারিক। হঠাৎই ওই বোটটি কোল বাঁধে আটকে পড়ে। ঘটনার খবর পেয়েই সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় এনডিআরএফ ও স্থানীয় প্রশাসন। শুরু করা হয় উদ্ধারকাজ। তবে শেষ খবর পাওয়া অবধি এখনও আটকে পড়া ১০ জনকে উদ্ধার করা সম্ভব হয়নি।

মান্ডি জেলার ডেপুটি কমিশনার অরিন্দম চৌধুরী জানান, জলস্তর বেড়ে যাওয়ায় পাঁচজন বন দফতরের আধিকারিক সহ মোট ১০ জন কোল বাধে আটকে পড়েছেন। ইতিমধ্য়েই ঘটনাস্থলে পৌঁছেছে এনডিআরএফের দল। উদ্ধারকাজ শুরু করা হয়েছে। যারা আটকে পড়েছেন, তাদের প্রাণের ঝুঁকি নেই, শীঘ্রই উদ্ধার করা হবে বাধ থেকে। স্থানীয় বাসিন্দারাও উদ্ধারকাজে হাত লাগিয়েছেন। স্টিমারও নামানো হয়েছে।

যে পাঁচজন বন দফতরের আধিকারিক আটকে পড়েছেন, তারা হলেন বাদুর সিং, ভূপেশ ঠাকুর, রূপ সিং, বাবু রাম ও অঙ্গদ কুমার। আটকে পড়া স্থানীয় বাসিন্দারা হলেন নয়ন সিং, দাগু রামস হেমরাজ, বুধি সিং ও ধর্মেন্দ্র।