Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Meeting Yogi Adityanath : যোগীর কাছে নালিশ জানাতে ২১০ কিমি দৌড় লাগাল ছোট্ট কাজল, কী সেই নালিশ?

Meeting Yogi Adityanath : ১০ বছরের ছোট্ট কাজল। অনেক আশা নিয়ে ইন্দিরা ম্যারাথনে যোগ দিয়েছিল। দৌড় শেষও করেছিল এই ছোট্ট কাজল। সে ইন্দিরা ম্যারাথনে ১৪ তম স্থান অধিকার করেছিলেন বলে দাবি করেছে।

Meeting Yogi Adityanath : যোগীর কাছে নালিশ জানাতে ২১০ কিমি দৌড় লাগাল ছোট্ট কাজল, কী সেই নালিশ?
গ্রাফিক্স : টিভি৯ বাংলা
Follow Us:
| Edited By: | Updated on: Apr 11, 2022 | 7:35 PM

লখনউ : ১০ বছরের ছোট্ট কাজল। অনেক আশা নিয়ে ইন্দিরা ম্যারাথনে যোগ দিয়েছিল। দৌড় শেষও করেছিল এই ছোট্ট কাজল। সে ইন্দিরা ম্যারাথনে ১৪ তম স্থান অধিকার করেছিলেন বলে দাবি করেছে। কিন্তু ইন্দিরা ম্যারাথনের আয়োজক ও কর্তৃপক্ষের তরফে তাকে কোনও স্বীকৃতি দেওয়া হয়নি বলে অভিযোগ। এবার সেই অভিযোগ নিয়েই উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হবে কাজল। কিন্তু কীভাবে সে যোগী আদিত্যনাথের কাছে যাব! তার এই উপায়ই সাড়া ফেলে দিয়েছে। এই একরত্তি মেয়ে কোনও ট্রেন, বাস, চকচকে প্রাইভেট গাড়িতে নয়। দৌড়ে নিজের নালিশ নিয়ে পৌঁছে দেবে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রীর কাছে।

বয়স তাঁর মাত্র ১০। কিন্তু মনোবল অনেক বেশি। তাই ২১০ কিলোমিটার দৌড়ে পৌঁছবে যোগীর কাছে। কাজল নিষাদ রবিবার প্রয়াগরাজ থেকে দৌড় শুরু করেছে। গন্থব্যস্থল লখনউ। অনেকখানি পথ। প্রায় ২১০ কিলোমিটার। কিন্তু দমবার পাত্র নয় কাজল। লখনউ পৌঁছে যোগী আদিত্যনাথের সঙ্গে দেখা করবে সে। ইন্দিরা ম্যারাথনে অংশ নিয়েও কোনও না পাওয়ার অভিযোগ নিয়ে যোগী আদিত্যনাথের দরবার হাজির হবে ছোট্ট কাজল। তার এই সফরে সঙ্গ দেবেন তার প্রশিক্ষক রজনীকান্ত। কাজল সাতদিনের মধ্যে লখনউতে পৌঁছে যাবে। ঠিক হয়েছে যে, প্রতিদিন ৩৫-৪০ কিলোমিটার দৌড়োবে কাজল। কাজল কুণ্ডায় রাজা ভাইয়ার বাসভবনে বিশ্রাম নেবে।

প্রাক্তন প্রধানমন্ত্রী ভিপি সিংয়ের এলাকা মান্দায় অবস্থিত ললিতপুরের বাসিন্দা কাজল নিশাদ। তিন বোনের মধ্যে কাজল সবচেয়ে ছোটো। কাজলের বাবা নীরজ নিশাদ রেলওয়ের একজন পয়েন্টসম্যান। কাজল গত বছর ইন্দিরা ম্যারাথনে ব্যক্তিগত পর্যায়ে অংশ নিয়ে দৌড় শেষ করেছিল। সেই দৌড় শেষ করে সে ১৪ তম হয়েছিল বলে জানিয়েছে। কিন্তু এই ম্যারাথনের কর্তৃপক্ষ তাকে কোনও সম্মান দেয়নি। এবং সে যে স্কুলে পড়ে সেই স্কুলেরও কোনও কদর হয়নি। তাই মুখ্যমন্ত্রীর মুখাপেক্ষী কাজল। প্রসঙ্গত, নিয়ম আছে ১৮ বছরের কম বয়সী দৌড়বিদরা ম্যারাথনে অংশ নিতে পারে না।

আরও পড়ুন : KCR : দিল্লিতে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে ‘গদিচ্যুত’ করার হুঁশিয়ারি, ২৪ ঘণ্টা সময় দিলেন চন্দ্রশেখর রাও