নয়া দিল্লি: দশ থেকে এগারো হাজারের ভিতরই ঘোরাঘুরি করছে করোনা সংক্রমণের(Corona) গ্রাফ। তবে বেশ কয়েকদিন নিয়ন্ত্রিত থাকার পর লাফিয়ে বাড়ল মৃত্যু
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট বলছে, গত ২৪ ঘণ্টায় ভারতে (India) নতুন করে আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৩০২ জন। গতকাল সেই সংখ্যাটা ছিল ১১ হাজার ১০৬ জন।
চলতি সপ্তাহে অনেকটাই নিয়ন্ত্রিত ছিল মৃত্যু। কেরলেও সংখ্যাটা কম ছিল। এরপর হঠাৎ করে আক্রান্তের সংখ্যা বেড়ে ৪০০ গণ্ডি ছাড়ায়। গত ২৪ ঘণ্টায় সেই সংখ্য়াটা একধাক্কায় কমে ২৬৭ হয়েছে।
তবে গতকালের তুলনায় বাড়ল সক্রিয় আক্রান্তের সংখ্যা। একদিনে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৭৫২ জন। গত ২৪ ঘণ্টা মিলিয়ে দেশে মোট সক্রিয় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২৪ হাজার ৮৬৮ জন।
এখনও সক্রমণের নিরিখে কেরলে(Kerala)সংক্রমণ সর্বোচ্চ। সেই রাজ্যে একদিনে নতুন করে আক্রান্ত হয়েছেন প্রায় ৫ হাজার ৭৫৪ জন। মৃত্যু হয়েছে ২০৪ জনের। এরপরই রয়েছে মহারাষ্ট্র। গত ২৪ ঘণ্টায় সংক্রমণ ৯০৬ জনের শরীরে হদিশ মিলেছে ভাইরাসের। একদিনে মৃত্যু হয়েছে ১৫ জনের। মহারাষ্ট্রের পরে রয়েছে কর্নাটক। সেই রাজ্যে আক্রান্তের সংখ্যা ২৪২ । গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪ জনের। আর তামিলনাড়ুতে আক্রান্ত হয়েছেন ৭৭২ জন।
বিগত তিন থেকে চার মাসের পরিসংখ্যান লক্ষ করলে দেখা যাবে দেশের বাকি রাজ্যগুলির তুলনায় উত্তর প্রদেশে কিন্তু করোনা সংক্রমণ যথেষ্ঠ নিয়ন্ত্রিত হচ্ছে। দেশের মধ্যে সবচেয়ে বড় রাজ্য হওয়ার দরুণও সেখানে আক্রান্তের সংখ্যা কিন্তু অনেক নিয়ন্ত্রিত।গত ২৪ ঘণ্টায় সেই রাজ্যে আক্রান্ত হয়েছেন ১১ জন। কারও মৃত্যু হয়নি। রাজধানী দিল্লিতে একদিনে আক্রান্ত হয়েছেন ৩০ জন।
এদিকে, একদিনে ফের বাড়ল করোনা (Covid-19) সংক্রমিতের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৮৭৭ জন। মৃত্যু হয়েছে ৯ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন ৮৩৩ জন। সুস্থতার হার শতাংশের নিরিখে ৯৮.২৯। গত একদিনে কোভিড-১৯’র নমুনা পরীক্ষা হয়েছে ৪৪ হাজার ৩২২টি। পজিটিভিটি রেট ১.৯৮ শতাংশ। ২৪ ঘণ্টায় এ রাজ্যে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৮ হাজার ১০৭ জন।কলকাতাতে ফের একদিনের সংক্রমণ কিছুটা বেড়েছে। বৃহস্পতিবার করোনা আক্রান্তের সংখ্যা ছিল ২৩৩ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ২৪২ জন। মৃত্যু হয়েছে দু’জনের। কলকাতায় এই মুহূর্তে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ২ হাজার ১৯৮ জন।
আরও পড়ুন: Tathagata Roy: ‘আপাতত বিদায়, পশ্চিমবঙ্গ বিজেপি’, টুইটারে লিখলেন তথাগত রায়