উপত্যকাতেও করোনার থাবা, সংক্রমণের শৃঙ্খল ভাঙতে ৪ দিনের লকডাউন ১১ জেলায়

ঈপ্সা চ্যাটার্জী |

Apr 30, 2021 | 7:54 AM

শ্রীনগর, অনন্তনাগ, বারামুল্লা, বাদগাম, কুলগাম, পুলওয়ামা, গন্দেরবল, জম্মু, কাঠুয়া, রেয়াসি ও উধমপুরে বৃহস্পতিবার থকেই শুরু হয়েছে লকডাউন, চলবে সোমবার সকাল সাতটা অবধি।

উপত্যকাতেও করোনার থাবা, সংক্রমণের শৃঙ্খল ভাঙতে ৪ দিনের লকডাউন ১১ জেলায়
লকডাউনে বন্ধ শ্রীনগরের সমস্ত দোকানপাট। ছবি:PTI

Follow Us

শ্রীনগর: উপত্যকাতেও চোখ রাঙাচ্ছে করোনা। দৈনিক আক্রান্তের সংখ্যা তিন হাজারের গণ্ডি পার করতেই সাময়িক লকডাউনের ঘোষণা করল প্রশাসন। মোট ১১টি জেলায় চারদিনের জন্য লকডাউন জারি করা হয়েছে।

চলতি সপ্তাহের মঙ্গলবার উপত্যকায় ৩১৬৪ জন আক্রান্তের খোঁজ মেলায় এবং একদিনেই ২৫ জনের মৃত্যু হওয়ায় লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়। জম্মু-কাশ্মীরের করোনা পরিস্থিতি পর্যালোচনা করে রাজ্যের আধিকারিকরা সংক্রমণ রুখতে বৃহস্পতিবার থেকেই লকডাউন জারি করে। বৃহস্পতিবার সন্ধে সাতটা থেকে সোমবার সকাল সাতটা অবধি ১১টি জেলায় এই লকডাউন জারি থাকবে বলে জানানো হয়েছে।

লকডাউনের অন্তর্গত জেলাগুলি হল শ্রীনগর, অনন্তনাগ, বারামুল্লা, বাদগাম, কুলগাম, পুলওয়ামা, গন্দেরবল, জম্মু, কাঠুয়া, রেয়াসি ও উধমপুর। দুই রাজ্যের বাকি নয়টি জেলাতেও শুক্রবার সন্ধে সাতটা থেরে সোমবার সকাল সাতটা অবধি কার্ফু জারি থাকবে বলে জানিয়েছেন স্থানীয় আধিকারিকরা।

এর আগে গত ৮ এপ্রিল থেকে আটটি জেলার শহরাঞ্চলে রাত ১০টা থেকে সকাল ৬টা অবধি নৈশ কার্ফু জারি করা হয়েছিল। পরবর্তী সময়ে তা বৃদ্ধি করে ২০টি জেলাতেই নৈশ কার্ফু জারি করা হয়।

বৃহস্পতিবার জম্মু ও কাশ্মীরে করোনা আক্রান্ত হন ৩৪৭৪ জন, যা দৈনিক সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা। দৈনিক মৃত্যুতেও তৈরি হয়েছে রেকর্ড, একদিনেই মৃত্যু হয়েছে ২৬ জনের।

আরও পড়ুন: বেড়েই চলেছে অক্সিজেন-ওষুধের ঘাটতি, সাহায্য চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে ফোন গেহলটের

Next Article